ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হবে ১ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের কাছে আজ এ ক্লাস ও পরীক্ষা মনিটরিং ওয়েব অ্যাপ্লিকেশনটি হস্তান্তর করা হয়েছে। আজ চেয়ারম্যানদের এক্সেস প্রদান করা হয়েছে, শিক্ষার্থীদের আগামী ১ সেপ্টেম্বর থেকে এক্সেস দেওয়া হবে।

ওয়েব অ্যাপ্লিকেশনটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান বলেন, “এটি আলাদা কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ নয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই একটি আলাদা সাইট তৈরি করা হয়েছে যেখানে বিভাগের চেয়ারম্যান ও সুনির্দিষ্ট শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, “এই সিস্টেম অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণের জন্যই করা হয়েছে। কিন্তু এটি একটু সংশোধন করা প্রয়োজন ছিল। অনেক শিক্ষকের পরপর দুটি বা তিনটি ক্লাস থাকলে সময় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। আবার পরীক্ষা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একই কাজ খাতা-কলম ও অনলাইনে দুই জায়গায় করতে হবে। এতে শিক্ষকদের কাজ কিছুটা বেড়েছে। অনলাইনে করার ক্ষেত্রে যারা সিনিয়র শিক্ষক আছেন, তাদের জন্য কিছুটা সমস্যা হলেও জুনিয়র বা তরুণ শিক্ষকদের জন্য সমস্যা হবে না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “পরীক্ষা মনিটরিংয়ের বিষয়টি খুবই ইতিবাচক। এর ফলে পরীক্ষার ফলাফল সময়মতো দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। একই সাথে বিভাগের সেশনজটও অনেকাংশে লাঘব হবে। দ্বিতীয়ত, ক্লাস মনিটরিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের সেকশনে কিছুটা সমস্যা হতে পারে। অনেক শিক্ষক এ বিষয়ে কিছুটা অসন্তোষও প্রকাশ করেছেন। তারপরও যেহেতু নতুন একটি পদ্ধতি চালু করা হয়েছে, দেখা যাক কতটুকু সুফল পাওয়া যায়।”

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হবে ১ সেপ্টেম্বর

আপডেট সময় ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের কাছে আজ এ ক্লাস ও পরীক্ষা মনিটরিং ওয়েব অ্যাপ্লিকেশনটি হস্তান্তর করা হয়েছে। আজ চেয়ারম্যানদের এক্সেস প্রদান করা হয়েছে, শিক্ষার্থীদের আগামী ১ সেপ্টেম্বর থেকে এক্সেস দেওয়া হবে।

ওয়েব অ্যাপ্লিকেশনটিতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান বলেন, “এটি আলাদা কোনো ওয়েবসাইট কিংবা অ্যাপ নয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই একটি আলাদা সাইট তৈরি করা হয়েছে যেখানে বিভাগের চেয়ারম্যান ও সুনির্দিষ্ট শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, “এই সিস্টেম অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণের জন্যই করা হয়েছে। কিন্তু এটি একটু সংশোধন করা প্রয়োজন ছিল। অনেক শিক্ষকের পরপর দুটি বা তিনটি ক্লাস থাকলে সময় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। আবার পরীক্ষা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একই কাজ খাতা-কলম ও অনলাইনে দুই জায়গায় করতে হবে। এতে শিক্ষকদের কাজ কিছুটা বেড়েছে। অনলাইনে করার ক্ষেত্রে যারা সিনিয়র শিক্ষক আছেন, তাদের জন্য কিছুটা সমস্যা হলেও জুনিয়র বা তরুণ শিক্ষকদের জন্য সমস্যা হবে না।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “পরীক্ষা মনিটরিংয়ের বিষয়টি খুবই ইতিবাচক। এর ফলে পরীক্ষার ফলাফল সময়মতো দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। একই সাথে বিভাগের সেশনজটও অনেকাংশে লাঘব হবে। দ্বিতীয়ত, ক্লাস মনিটরিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের সেকশনে কিছুটা সমস্যা হতে পারে। অনেক শিক্ষক এ বিষয়ে কিছুটা অসন্তোষও প্রকাশ করেছেন। তারপরও যেহেতু নতুন একটি পদ্ধতি চালু করা হয়েছে, দেখা যাক কতটুকু সুফল পাওয়া যায়।”