ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি Logo আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ Logo যেভাবে দেখবেন এসএসসির পুনঃর্নিরীক্ষণের ফল Logo পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে Logo প্রথম বারের মত শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন

সাতকানিয়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে মোহাম্মদ তারেক (২৮) নামের একজনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রোয়াজিরপাড়া এলাকার মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে। তিনি ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। মিঠাদীঘি বাজার এলাকায় তিনি বেকারি সামগ্রীর দোকানদারি করতেন।

সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমন বলেন, শাহাদাত হোসেন ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটির জের ধরে শাহাদাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) ও ছোট ভাই মোহাম্মদ শাহনেওয়াজ (২৭) আহত হয়েছেন। আহত আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, তারেক এলাকায় বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। আমার চাচা তালেব যে বাড়িতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন, তারেক ওই বাড়ির সীমানায় ঢুকে নেশা করতে চেষ্টা করেছিলেন। আমার চাচা বাধা দেওয়ায় তাঁকে মারধর করেন তারেক। এ ঘটনায় চাচা থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারেক গতকাল রাত ১০টার দিকে আমার ভাই শাহাদাতের দোকানের সামনে এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাহাদাতকে ছুরিকাঘাত করেন তারেক। ভাইকে রক্ষা করতে গেলে বড় ভাই আনোয়ার ও আমাকেও ছুরিকাঘাত করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন তারেককে পিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিসহ তারেককে আটক করে থানায় নিয়ে আসে। শাহাদাতের লাশের ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাতকানিয়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

আপডেট সময় ১২:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

চট্টগ্রামের সাতকানিয়ায় কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। ঘটনায় জড়িত অভিযোগে মোহাম্মদ তারেক (২৮) নামের একজনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদীঘি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রোয়াজিরপাড়া এলাকার মৃত মোহাম্মদ ইউনুছের ছেলে। তিনি ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। মিঠাদীঘি বাজার এলাকায় তিনি বেকারি সামগ্রীর দোকানদারি করতেন।

সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমন বলেন, শাহাদাত হোসেন ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটির জের ধরে শাহাদাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) ও ছোট ভাই মোহাম্মদ শাহনেওয়াজ (২৭) আহত হয়েছেন। আহত আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, তারেক এলাকায় বখাটে ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। আমার চাচা তালেব যে বাড়িতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন, তারেক ওই বাড়ির সীমানায় ঢুকে নেশা করতে চেষ্টা করেছিলেন। আমার চাচা বাধা দেওয়ায় তাঁকে মারধর করেন তারেক। এ ঘটনায় চাচা থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারেক গতকাল রাত ১০টার দিকে আমার ভাই শাহাদাতের দোকানের সামনে এসে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাহাদাতকে ছুরিকাঘাত করেন তারেক। ভাইকে রক্ষা করতে গেলে বড় ভাই আনোয়ার ও আমাকেও ছুরিকাঘাত করেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন তারেককে পিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছুরিসহ তারেককে আটক করে থানায় নিয়ে আসে। শাহাদাতের লাশের ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।