টঙ্গী তে মানববন্ধন চলাকালীন সময়ে আয়োজকদের না জানিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন স্থগিত করার অভিযোগ উঠেছে।
এতে ব্যাবসায়িদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখে গেছে।
আয়োজকরা বলেন, আমরা চেয়েছিলাম ডিসি কিংবা উর্ধ্বতন কর্মকর্তারা আমাদের আশ্বাস দিবে। কিন্তু তা নাকরে মানববন্ধন চলাকালীন সময়ে বিএনপি নেতা মাইকে ঘোষণা দিয়ে বলেন, মানববন্ধন এখানেই শেষ।সবাই যার যার গন্তব্য চলে যান রাস্তা ছেড়ে দিন।
ঘোষণার পর সবাই চলে গেলে, এতে ব্যাবসায়িরা ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন আমরা আয়োজক ছিলাম কিন্তু আমাদের কে না জানিয়ে এমন ঘোষণায় আমরা হতাশ হয়েছি।
উত্তরা আব্দুল্লাহপুর-টঙ্গী তুরাগ নদীর উপরে বেইলি ব্রিজ স্থাপন ও সড়কের নিচের অংশ দ্রুত মেরামতের দাবিতে টঙ্গী উড়াল সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন ও টঙ্গীর ব্যবসায়ীরা ও
মানববন্ধন করেছেন।
আজ সকাল ৯ টা থেকে উত্তরা ও টঙ্গী এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ উড়াল সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছে।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর দাবি সমূহ হলো, আব্দুল্লাহপুর চৌরাস্তা সড়ক ও টঙ্গী বেইলী ব্রিজ দ্রুত সংস্কার করা। জননিরাপত্তায় সড়কে সিসিটিভি স্থাপন করা, চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি, সাধারণ পথচারীদের জন্য পাবলিক টয়লেট স্থাপন, সাধারণ মানুষের জ্ঞান অর্জনের লক্ষ্যে পাবলিক লাইব্রেরি স্থাপন করা।