কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সারের নির্দেশে এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মহাসড়কের পাশ দখল করে গড়ে ওঠা প্রায় ১০০টি অবৈধ দখলকৃত দোকান ও বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টার উচ্ছেদ করা হয়। এর মধ্যে এশিয়া, তিসা প্লাস, গ্রামবাংলাসহ একাধিক পরিবহনের কাউন্টারও ছিল। পদুয়ারবাজার বিশ্বরোড ওভারব্রিজের চারপাশ এবং ফুটপাত দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার জাহান। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা সিটি কর্পোরেশন, পুলিশ, আনসার বাহিনী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা অঞ্চলের মানুষের দুর্ভোগ কমানো ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।