ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার Logo রাকসুর আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদল নেতা আমানের ক্যাম্পাসে অবস্থান Logo বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ ১০০তম Logo পিআর আমি নিজেই বুঝি না: মির্জা ফখরুল Logo কাল হতে পারে ৪৯তম বিসিএস প্রিলির ফল

ভারত ও বাংলাদেশের ৮ অ্যাকাউন্টে চলছে আওয়ামী লীগের ফেসবুক

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। গত মে মাসে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত বছরের নভেম্বরে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতাও পালিয়ে ভারতে আশ্রয় নেন। ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন।
৫ আগস্টের পর মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে সরব রয়েছেন অনেকেই। বর্তমান সরকারবিরোধী পোস্ট থেকে শুরু করে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে দলটির বিভিন্ন পেজ থেকে। এর মধ্যে আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল পেজটি সবচেয়ে বেশি সক্রিয়।

আওয়ামী লীগের এই পেজটি খোলা হয়েছিল ২০১৩ সালের ৩০ আগস্ট। বর্তমানে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে আটটি অ্যাকাউন্ট থেকে। যার মধ্যে পাঁচটি অ্যাকাউন্টের অবস্থান বাংলাদেশে, আর বাকি তিনটির অবস্থান ভারতে। মেটার অ্যাড লাইব্রেরির সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পেজটিও বাংলাদেশ থেকে পাঁচটি ও ভারত থেকে একটি অ্যাকাউন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফেসবুক পেজটি খোলা হয়েছিল ২০১৪ সালের ১৬ মে। ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর পেজগুলোতে অনেক পেইড অ্যাড দেখা গেলেও বর্তমানে মেটা অ্যাড লাইব্রেরিতে কোনও ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা

ভারত ও বাংলাদেশের ৮ অ্যাকাউন্টে চলছে আওয়ামী লীগের ফেসবুক

আপডেট সময় ০৬:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। গত মে মাসে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত বছরের নভেম্বরে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে।

ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতাও পালিয়ে ভারতে আশ্রয় নেন। ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন।
৫ আগস্টের পর মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে সরব রয়েছেন অনেকেই। বর্তমান সরকারবিরোধী পোস্ট থেকে শুরু করে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে দলটির বিভিন্ন পেজ থেকে। এর মধ্যে আওয়ামী লীগের ভেরিফায়েড অফিসিয়াল পেজটি সবচেয়ে বেশি সক্রিয়।

আওয়ামী লীগের এই পেজটি খোলা হয়েছিল ২০১৩ সালের ৩০ আগস্ট। বর্তমানে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে আটটি অ্যাকাউন্ট থেকে। যার মধ্যে পাঁচটি অ্যাকাউন্টের অবস্থান বাংলাদেশে, আর বাকি তিনটির অবস্থান ভারতে। মেটার অ্যাড লাইব্রেরির সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পেজটিও বাংলাদেশ থেকে পাঁচটি ও ভারত থেকে একটি অ্যাকাউন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফেসবুক পেজটি খোলা হয়েছিল ২০১৪ সালের ১৬ মে। ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর পেজগুলোতে অনেক পেইড অ্যাড দেখা গেলেও বর্তমানে মেটা অ্যাড লাইব্রেরিতে কোনও ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে না।