জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ নয়, বহিষ্কার করে গ্রেপ্তার করতে যৌথ বিবৃতি দিয়েছে জুলাই ঐক্যের ৯৭টি সংগঠন। আজ রবিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৮টায় এক যৌথ বিবৃতি এ তথ্য জানানো হয়।
যৌথ বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা, ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা, সাবেক মুজিব বাহিনীর প্রধান ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও সভাপতি ফজলুর রহমানের দেওয়া ‘৫ আগস্ট’ নিয়ে দেওয়া বক্তব্য জুলাই আগস্টে শহীদের রক্তের সঙ্গে বেঈমানির সামিল।
অবিলম্বে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চব্বিশের ৫ আগস্ট নিয়ে ফজলুর রহমানের দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সময়ের মধ্যে ফজলুর রহমানের সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে গ্রেফতার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিবে গণঅভ্যুত্থানের বৃহত্তর ঐক্যবদ্ধ শক্তি ‘জুলাই ঐক্য’।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমের অনুষ্ঠানে যুক্ত হয়ে ‘৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে কালো শক্তি, যারা ৫ আগস্ট ঘটিয়েছে, তাদের আমি নেতা বলতে চাই না, তারা কেবল অভিনেতা। মানুষ এখন বুঝে গেছে, এরা রাজাকারের বংশধর’ এই বক্তব্য দেন নিষিদ্ধ সংগঠনের নেতা ফজলুর রহমান। জুলাই ঐক্য মনে করে তার এই বক্তব্য সরাসরি গণঅভ্যুত্থানের স্পিরিটে আঘাত করেছে।
ফজলুর রহমানের এই বক্তব্য শুধু জুলাই-আগস্টের আন্দোলনেক বিতর্কিত নয় বিএনপির দীর্ঘদিনের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করছে। জুলাই বিপ্লব নিয়ে ফজলুর রহমানের ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। আমরা জানতে পেড়েছি এই ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। বাংলাদেশে শোকজের রাজনীতি যুগযুগ ধরে চলছে। এই ঘটনা যেন শুধু শোকজে থেমে না থাকে তার জন্য বিএনপিকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান বাধাহীনভাবে কাটিয়েছিলেন। যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরিবার ছেড়ে পালিয়ে ছিলেন তখনও ফজলুর রহমানরা আওয়ামী লীগের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রায় দুই হাজার ছাত্রজনতার প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পাড়ছেন বিএনপিসহ দেশের রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে সেই কথা বলার স্বাধীনতা মানে মুজিববাদের পুনরুত্থান নয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর এখনও যারা ফ্যাসিবাদের চর্চা করছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখেছেন, একই সঙ্গে ভারতের ভাষায় কথা বলার চেষ্টা করছেন সকল দল এবং ব্যক্তিকে হুঁশিয়ারি করে দিচ্ছি। জুলাই শেষ হয়নি। প্রয়োজনে আমরা চূড়ান্ত বিপ্লবের পথ বেছে নিব। তখন কোনো আদর্শই জুলাই শক্তির সামনে টিকে থাকতে পারবে না।
বিবৃতিতে যুক্ত জুলাই ঐক্যের যেসব সংগঠনগুলো হলো
১. আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, ২.জুলাই রেভলুশেনারি অ্যালায়েন্স, ৩. জুলাই রেভলুশ্যনারি জার্নালিস্ট অল্যায়েন্স, ৪. পুনাব, ৫. পুশাব, ৬. সাধারন আলেম সমাজ,৭. জাগ্রত জুলাই, ৮.জুলাই মঞ্চ, ৯. বাংলাদেশ কওমি ছাত্র সংগঠন (কছাস), ১০. বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন, ১১. জুলাই ছাত্র জনতা সংসদ, ১২. জুলাইয়ের সাংবাদিকেরা, ১৩. বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ, ১৪. Gen-Z student unity, ১৫. জুলাই সাংস্কৃতিক সংসদ, ১৬. সোসাল সাইন্স ক্লাব, ঢাকা কলেজ, ১৭. Rotaract clab of islamic university, ১৮. CCS- জাতীয় ভোক্তা অধিকার, ১৯. সোচ্চার ষ্টুডেন্টস নেটওয়ার্ক, ঢাবি, ২০. Rising Youth Rampura, ২১. People’s Reform Allince (PRA), ২২. BI, ২৩. NAPUS, ২৪. একতার বাংলাদেশ, ২৫. তরুন, ২৬. জুলাই বিপ্লবী যুব সংগঠন, ২৭. ফরিদগঞ্জ লেখক ফোরাম, ২৮. জুলাই চেতনা, ২৯. জুলাই সংগ্রাম পরিষদ, ৩০. গণঅভ্যুথান রক্ষা আন্দোলন, ৩১. বি আই ই ডি স্পোর্টস ক্লাব, ৩২. ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চ, ৩৩. কাজির খাল সুপার স্টার ক্লাব, ৩৪. সানরাইজ স্পোর্টিং ক্লাব, ৩৫. জুলাই রেভ্যুরেশনারি ক্লাব, ৩৬. ছত্রিশ জুলাই ঐক্য পরিষদ, ৩৭. বাংলাদেশ সংস্কার আন্দোলন (BSA), ৩৮. বাংলাদেশ সচেতন শিক্ষার্থী সমাজ, ৩৯. যাত্রাবাড়ী জুলাই ঐক্য পরিষদ, ৪০. নিরাপদ বাংলাদেশ চাই, ৪১. সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেল্পমেন্ট, ৪২. Youth For Peace and Justices, ৪৩. Privat University Islamic Socity, ৪৪. Human Right Society, ৪৫. পল্টন সাহিত্য ফোরাম, ৪৬. ইসলামিক কমিউনিটি বাংলাদেশ, ৪৭. The Seholars Foundation, ৪৮. Society For Student Development, ৪৯. জাগ্রহী, লুমিনাস সাইন্স ক্লাব, ৫০. Youth For Peace (YFP), ৫১. Youth For Peace (YFP), ৫২. নেবুলা সোসাল ক্লাব, ৫৩. ঢাকা কলেজ ইয়ুথ ক্লাব, ৫৪. স্কলার্স ফাউন্ডেশন, ৫৫. জাতীয় অধিকার মত্ত, ৫৬. Youth Club Kadamtoli, ৫৭. জুলাই স্মৃতি সংরক্ষন পরিষদ, ৫৮. শহীদ স্মৃতি ফাউন্ডেশন, ৫৯. সোসাল রির্ফম কমিটি, ৬০. ঢাকা কলেজ ভলেন্টিস ফোরাম, ৬১. পরিবেশ বিজ্ঞান ক্লাব, ৬২. কালচারাল ক্লাব টির্চাস ট্রেইনিং কলেজ, ৬৩. জুলাই মুক্তি মঞ্চ, ৬৪. জ্ঞান দীপ পাঠাগার, ৬৫. জেনন সাইন্স ক্লাব, ৬৬. আলিয়া সাংস্কৃতিক সংসদ, ৬৭. Legacy Of July Realign movment Bangladesh, ৬৮. পরিবর্তন পরিষদ, বামনা আলোকিত সমাজ, ৬৯.YBF-Youth For Beter Future Society, ৭০. বৈষমবিরোধী কওমী ছাত্র আন্দোলন, ৭১. Revolation Youth and Student Organaization, ৭২. MUSO, ৭৩. ফ্যাসিবাদ মুক্ত গনমাধ্যম চাই, ৭৪. বাংলাদেশ রিপাবলিকান, ৭৫. নিরপেক্ষ, ৭৬. জাতীয় শ্রমীক ঐক্য, ৭৭. বিক্ষুদ্ধ কবি ও লেখক সমাজ, ৭৮. YBJ, ৭৯. Scholars, ৮০. চেতনায় জুলাই, ৮১. Private University Youth Association, ৮২. ঢাকা কলেজ প্রগতি, ৮৩. জুলাই সংগ্রাম পরিষদ, ৮৪. Private University Youth Association, ৮৫. মুক্তির নিশান, ৮৬. Anti Fascist Coalition, ৮৭. জুলাই স্মৃতি ফাউন্ডেশন যাত্রাবাড়ি, ৮৮. বিজয় ইয়ুথ ফাউন্ডেশন, ৮৯. জুলাই গনহত্যা বিচার নিশ্চিত পরিষদ (জাবি), ৯০. সংস্কার সংঘ, ৯১. সংগ্রাম প্রতিদিন, ৯২. Human Rights Student Network,৯৩. আমাদের মোহাম্মদ পুর, ৯৪. সুন্দর বাংলাদেশ, ৯৫. জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি আই ইড স্পোর্স ক্লাব, ৯৬. প্রজন্ম ২৪, ৯৭. মঞ্চ২৪।
ঢাকাভয়েস২৪/সোভান