ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী আবিদুল ইসলাম খানকে আবাসিক হলের রিডিংরুমে (পাঠকক্ষ) প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গিয়েছে। ডাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণ বিধী অনুয়ায়ী হলের রিডিংরুমে কোন নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
আবিদুল ইসলাম খানের রিডিংরুমে প্রচারণা চালানোর এমন একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায় আবিদুল ইসলাম আবাসিক হলের রিডিংরুমে প্রবেশ করে সেখানে পড়তে থাকা শিক্ষার্থীদের সাথে করমর্দন (হ্যান্ডশেক) করছেন৷ যতদজন শিক্ষার্থী রিডিং রুমে পড়ছিলো সকলের কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিচ্ছিলেন ও দোয়া চাচ্ছিলেন। এসময় তাকে কয়েকজনের সাথে কোলাকুলিও করতে দেখা গিয়েছে।
ডাকসু ও হল সংসদ নির্বাচন – ২০২৫ এর নির্বাচনী বিধিমালা ৬ এর (চ) অনুযায়ী ‘পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন-শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভিতরে ও করিডোরে মিছিল করা যাবে না।’ এই বিধিমালা অনুযায়ী ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধী লঙ্ঘন করেছেন। এদিকে নির্বাচনী বিধিমালা ১৭ ধারা অনুযায়ী ‘কোন প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবেন।’
এবিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘কেও যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।’