ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে একদিনেই নারী শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সদরঘাট নৌ–পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। দুইজন নারী, একজন পুরুষ ও একজন শিশু‘র মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও মেলেনি।
ওসি আরও জানান, বুড়িগঙ্গা নদী তীরবর্তী মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে ভাসমান অবস্থায় ৩০ বছরের এক নারীর লাশ উদ্ধার করা হয়। নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার–কামিজ ছিল। ঠিক ১ ঘণ্টা পরে একই স্থান থেকে ওড়না পেঁচানো ৩ বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ বরিশুর নৌ–পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন বলেন, রাত সাড়ে ৭ টায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদ কাছ থেকে ৪০ বছরের এক পুরুষ ও ৩০ বছরের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত পুরুষের পরনে কালো প্যান্ট ও চেক ফুল শার্ট রয়েছে। নারীর পরনে ছিল ছাই রঙয়ের গেঞ্জি ও লাল রঙয়ের সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন রয়েছে