ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। এবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক নিয়ে কথা বললেন এ অভিনেত্রী।
এনসিপি নেতৃবৃন্দের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করে শাওন বললেন, মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!
ফেসবুক পোস্টে শাওন লেখিছেন, ‘এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে গেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে মিটিং করছেন! উনার ভাষ্যমতে “গত ১৫/২০ বচ্ছরে” অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারে নাই! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নিবে।
এরপর শাওন লেখিছেন, ‘৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস্যু’ও নাকি আছে যেটা ওনাদের মতে দ্রুত সলভ (!) করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!
শাওনের পোস্টে এ প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। অনেকেই শাওনের সাথে একমত পোষন করছেন।