ঢাকা বিশ্বাবদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মনোনীত জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেছেন, “ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম ডাকসু নির্বাচনের একের পর এক বিধিমালা লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।”
শনিবার (২৩ আগস্ট) বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাকের বলেন, “মনোনয়ন সংগ্রহের সময় ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম মুহুর্মুহু স্লোগান দিতে দিতে প্রবেশ করেন। এটা সম্পূর্ণ বিধিমালা লঙ্ঘন। তিনি বিধিমালা ভঙ্গ করেও থেমে থাকেননি, তা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাছাড়া, তিনি তারেক জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ পোস্টার বানিয়ে পোস্ট দিয়েছেন, এটাও বিধিমালা লঙ্ঘন।”
তিনি বলেন, “কাম্পাস ঘুরলে দেখা যায় কমল মেডি এইডের ব্যানার-ফেস্টুনে ভরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তি দিয়ে বলার পরেও এগুলো সরানো হয়নি। একমাত্র তিনিই এসব করছেন। অন্য কাউকে এমন বিধিমালা লঙ্ঘন করতে দেখা যায় না।”
তিনি অভিযোগ করে আরো বলেন, “তিনি (হামীম) ক্ষমতাধর পরিবারের সন্তান, সে হিসেবে ক্ষমতার প্রভাব দেখিয়ে এসব করছেন বলে মনে করছি। হয়তো এসব কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।”
ঢাকাভয়েস ২৪