ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo  জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় জানালো নির্বাচন কমিশনার Logo জবিতে প্রথম উদ্যোক্তা মেলার আয়োজন Logo ক্লাসের সময় বেঞ্চে প্রধান শিক্ষকে ঘুম,ভিডিও করলেন ইউএনও Logo টানা বৃষ্টি নিয়ে যে বার্তা আবহাওয়া অফিসের Logo সুন্দরগঞ্জে সেতু আছে, নেই সংযোগ সড়ক,ভোগান্তিতে শিক্ষার্থী-জনগণ Logo ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই জনের Logo জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র -ছাত্রশিবিরে হাড্ডাহাড্ডি লড়াই, জিএসে এগিয়ে শিবিরের মাজহার Logo লন্ডনে মাহফুজ আলমের আ. লীগের ওপর হামলার চেষ্টা Logo দলবাজি শিক্ষক ও শিক্ষাঙ্গনের নন্দিত অবস্থা: সাবেক ছাত্রের অভিজ্ঞতা Logo সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পশ্চিম ও পূর্ব) সচিব ড. মো. নজরুল ইসলাম। মন্ত্রণালয় সূত্র জানায়, ইসহাক দারের এই সফরের মূল লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।

জানা গেছে, উভয় দেশের মধ্যে ৬ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে ইসহাক দার আলাদাভাবে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ সফর হতে যাচ্ছে। ওই বৈঠকের পর জানা যায়, বাংলাদেশ একটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন করবে এবং দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় চালু করবে।

চূড়ান্ত হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে- কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়, সাংস্কৃতিক বিনিময়, পররাষ্ট্র সেবা একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, যৌথ বাণিজ্য ও বিনিয়োগ গোষ্ঠী গঠন এবং কৌশলগত গবেষণা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা স্মারক।

এ ছাড়া, বিএসটিআই ও পাকিস্তানের হালাল অথরিটি এবং উভয় দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা চলছে।

জনপ্রিয় সংবাদ

 জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় জানালো নির্বাচন কমিশনার

আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

আপডেট সময় ০৯:০০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পশ্চিম ও পূর্ব) সচিব ড. মো. নজরুল ইসলাম। মন্ত্রণালয় সূত্র জানায়, ইসহাক দারের এই সফরের মূল লক্ষ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।

জানা গেছে, উভয় দেশের মধ্যে ৬ থেকে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে ইসহাক দার আলাদাভাবে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

সম্প্রতি অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এ সফর হতে যাচ্ছে। ওই বৈঠকের পর জানা যায়, বাংলাদেশ একটি নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন করবে এবং দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় চালু করবে।

চূড়ান্ত হওয়া চুক্তিগুলোর মধ্যে রয়েছে- কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়, সাংস্কৃতিক বিনিময়, পররাষ্ট্র সেবা একাডেমিগুলোর মধ্যে সহযোগিতা, যৌথ বাণিজ্য ও বিনিয়োগ গোষ্ঠী গঠন এবং কৌশলগত গবেষণা ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা স্মারক।

এ ছাড়া, বিএসটিআই ও পাকিস্তানের হালাল অথরিটি এবং উভয় দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনা চলছে।