নাটোরের নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও জামায়াত কর্মী তছির উদ্দিনকে মুখ বেঁধে রেখে মারধর করেছে দুর্বৃত্তরা। এ সময় মুক্তিপন হিসেবে ২০লাখ টাকার দাবি চাঁদাও করে তারা।
স্থানীয় এলাকাবাসী মামুনুর রশিদ মামুন, মোস্তফাসহ অনেকে বলেন, গত বেশ কয়েক দিন ধরে মোবাইল ফোনে উপজেলার বাসুদেবপুর ব্রামনগ্রামের এক নারী দলিল দেখার জন্য বারবার তাকে ফোন করে আসছিলো। পরে গতকাল বুধবার বিকেলে তছির উদ্দিন সেই নারীর বাড়িতে যান। এ সময় তাকে পানিয় খেতে দেওয়া হয়। তখনই নলডাঙ্গায় জামায়াত কর্মী ও নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তছির উদ্দিনকে মুখ বেঁধে রেখে মারধর করেছে দুর্বৃত্তরা। এসময় মুক্তিপন হিসেবে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা।
ভুক্তভোগি জামায়াত কর্মী ও নলডাঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি তছির উদ্দিন বলেন,সে সময় ৩ থেকে ৪জন দুর্বৃত্তরা তার মুখ বেধে ব্ল্যাক মেইল করার চেষ্টা করে। এসময় দুর্বৃত্তরা তার কাছে মুক্তিপন হিসেবে ২০লাখ টাকা চাঁদা দাবী করে। এতে চাঁদা দিতে অস্বীকার জানালে তছির উদ্দিনকে মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে বাসুদেবপুর বাজারের একটি ফার্মেন্সির দোকানে ফেলে রেখে চলে যায়। এসময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
তবে লিখিত অভিযোগ পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানান নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।