জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল হচ্ছে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। ঘোষিত প্যানেলে ভিপি (সহসভাপতি) পদে প্রার্থী হয়েছেন মো. আরিফুল্লাহ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন মো. মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে পৌনে ৫টার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা। ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
ঘোষিত প্যানেলে ভিপি (সহসভাপতি)পদে প্রার্থী হয়েছেন মো. আরিফুল্লাহ, তিনি বর্তমানে শিবিরের জাবি শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন শিবিরের জাবি শাখার অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন সংগঠনটির সদস্য ফেরদৌস আল হাসান। নারী এজিএস পদে রয়েছেন আয়েশা সিদ্দিকা মেঘলা।
এ ছাড়া প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে শাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন জাহিদুল ইসলাম বাপ্পি। সাংস্কৃতিক সম্পাদক পদে আছেন আলী জাকির শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া (ছেলে) পদে মেহাদী হাসান, এবং সহ-ক্রীড়া (মেয়ে) পদে রয়েছেন লুবনা।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মো. মুহিবুল্লাহ।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি ও জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা পরিচিত মুখদের নিয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নিয়ে আমরা ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছি।