ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আন্দোলনে তোফের মুখে পড়ে ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ‘শার্ট-ডাউন’ কর্মসূচি পালন করে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।সেই আন্দোলনের মুখে গতকাল বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে ফেনী ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করেন।

জানা যায় শিক্ষার্থীদের ১৫ দফা দাবী আদায়ে আবারো ফেনী মহিপাল ঢাকা-চট্রগ্রাম রোডে ব্লাকেড কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জনায়, ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দীর্ঘ ১৩ বছর অতিক্রান্ত হলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্দ্যোগ নেওয়া সত্ত্বেও আজও তা বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবীতে শিক্ষার্থীরা গত ১ বছর যাবত ধারাবাহিক আন্দোলন করে আসছে। তবু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ড অব ট্রাস্টিজ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা আরও জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক নয়। তার নেতৃত্বে শিক্ষার্থীদের আস্তা নেই। আমরা একজন যোগ্য, দক্ষ ও আন্তরিক ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

হঠৎ সিএনজি পাম্পে বিস্ফোরণ, ১০ গাড়ি পুড়ে ছাই

শিক্ষার্থীদের আন্দোলনে তোফের মুখে পড়ে ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ

আপডেট সময় ০৮:৫৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ‘শার্ট-ডাউন’ কর্মসূচি পালন করে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।সেই আন্দোলনের মুখে গতকাল বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে ফেনী ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করেন।

জানা যায় শিক্ষার্থীদের ১৫ দফা দাবী আদায়ে আবারো ফেনী মহিপাল ঢাকা-চট্রগ্রাম রোডে ব্লাকেড কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জনায়, ফেনী ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দীর্ঘ ১৩ বছর অতিক্রান্ত হলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্দ্যোগ নেওয়া সত্ত্বেও আজও তা বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবীতে শিক্ষার্থীরা গত ১ বছর যাবত ধারাবাহিক আন্দোলন করে আসছে। তবু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বোর্ড অব ট্রাস্টিজ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা আরও জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। মাননীয় ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিক নয়। তার নেতৃত্বে শিক্ষার্থীদের আস্তা নেই। আমরা একজন যোগ্য, দক্ষ ও আন্তরিক ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানাচ্ছি।