বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কলেজগেট এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শ্লোগানে মুখরিত এ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর ব্যানারে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা সফিকুর রহমান হিমেল, নাজমুল হাসান নাঈম, রাসেদুল ইসলাম বাবু, সোলমান কবির, বিপ্লব সরকার, জহিরুল হুদা বাবু, রাসেল আহমেদ, উজ্জল শেখ, মামুন দেওয়ান, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন মিনার, ফাইজুল ইসলাম পলাশ, আবুল হোসেন, আনোয়ার হোসেন ও সাদ্দামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৬ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজুল ইসলাম সাথীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে নেতাকর্মীদের দাবি, জনপ্রিয় ও ত্যাগী নেতা হওয়ায় একটি গ্রুপ ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করিয়েছে। তারা অভিযোগ করেন, সাথীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হলেও কোনো মামলা ছাড়াই আটক রাখা হয়; পরে টঙ্গী পশ্চিম থানার একটি ঝুট দখল মামলায় তাকে অজ্ঞাত আসামির স্থলে গ্রেফতার দেখানো হয়।
নেতাকর্মীরা অভিযোগ করেন, সাথী জাতীয়তাবাদী রাজনীতির এক নিবেদিতপ্রাণ সৈনিক। দলের দুঃসময়ে তিনি জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছেন। অথচ বর্তমানে তিনি মিথ্যা মামলায় কারাগারে এবং ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কৃত অবস্থায় রয়েছেন। নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির প্রতি দাবি জানিয়েছেন, যেন সঠিক তদন্ত করে সাথীর বহিষ্কার আদেশ তুলে নিয়ে দলের দুঃসময়ে তার ত্যাগের কথা বিবেচনা করে আবারো যেন তাকে দল গ্রহণ করেন। এবং মিথ্যা মামলা থেকে অতিদ্রুত যেন সাথীকে মুক্ত করে দেওয়া হয়।