ঢাকা ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব: মাসুদ কামাল Logo পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল Logo ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চীন Logo বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ Logo চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ৩ দিনের রিমান্ডে Logo Logo চট্টগ্রাম মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ১ নারীর মৃত্যু Logo তিস্তা সেতুর উদ্বোধন আগামীকাল সকাল ১২ টায় Logo কুষ্টিয়ায় হৃদয় হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন Logo ডাকসুতে শেখ হাসিনাকে আজীবন সদস্য দেখতে চাওয়া বিষয়ে ইমিকে প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন মেঘমল্লার বসু

চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে জোড়া খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

বিষয়টি সিভয়েস২৪’কে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

চলতি বছরের ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর আগে গত ২৯ জানুয়ারি তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

সাজ্জাদকে গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায় ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে মুহুর্মুহু গুলিবর্ষণ করে দুইজনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ১০ মে রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে হেফাজতে নেয় পুলিশ।

 

জনপ্রিয় সংবাদ

যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেন না, তিনি বেয়াদব: মাসুদ কামাল

চট্টগ্রামে সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে জোড়া খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

বিষয়টি সিভয়েস২৪’কে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

চলতি বছরের ১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর আগে গত ২৯ জানুয়ারি তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশ কমিশনার। তার আগের দিন সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফেসবুক লাইভে এসে পেটানোর হুমকি দেন। সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

সাজ্জাদকে গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায় ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে মুহুর্মুহু গুলিবর্ষণ করে দুইজনকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ১০ মে রাত সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে হেফাজতে নেয় পুলিশ।