ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিরোধী দলে যেতে হবে বিএনপিকে’ Logo ভোজ্যতেলের দাম আরো বাড়াতে চায় কোম্পানিগুলো Logo লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত রাখা ৩০ টন ইউরিয়া সার জব্দ Logo ভোজ্যতেলের দাম আরো বাড়াতে চায় কোম্পানিগুলো Logo গোলাপগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন জামায়াত নেতা Logo ইসরায়েল থেকে অত্যাধুনিক ‘হেরনে ট্যাঙ্ক’ ড্রোন কিনছে ভারত Logo প্যানেলে যায়গা হয়নি, স্বতন্ত্র দাড়িয়েছেন গণঅভ্যুত্থানের সম্মুখ নেতা ছাত্রদলের মামুন Logo বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যুবক আটক Logo সেনা সুরক্ষা ছেড়ে প্রকাশ্যে এলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি Logo চাঁদে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা, অংশ নেবেন যেভাবে

কুষ্টিয়ায় হৃদয় হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক কিশোর হৃদয় হোসেন হত্যার প্রতিবাদে সর্বস্তরের মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কুমারখালীবাসীর।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কুমারখালীর সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল কুমারখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা হৃদয় হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন,মাত্র ১৫ বছরের এক কিশোর ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। হত্যাকারীদের ছাড় দেওয়া হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”

বক্তারা আরও বলেন, হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা না হলে কুমারখালীর মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান— যেন খুব দ্রুত সময়ে হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে চার্জশিট প্রদান করা হয় এবং আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বলেন, হৃদয় গরিব ঘরের ছেলে। প্রতিদিন ভ্যান চালিয়ে সংসার চালাতো। এমন একজন পরিশ্রমী ছেলেকে হত্যার মাধ্যমে গোটা সমাজকে কলঙ্কিত করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।

এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কুমারখালীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সাধারণ মানুষ আশা করছে, এই হত্যার দ্রুত বিচার হলে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘জামায়াতে ইসলামী সরকারি দল হবে, বিরোধী দলে যেতে হবে বিএনপিকে’

কুষ্টিয়ায় হৃদয় হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে সর্বস্তরের মানুষের মানববন্ধন

আপডেট সময় ০৪:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক কিশোর হৃদয় হোসেন হত্যার প্রতিবাদে সর্বস্তরের মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কুমারখালীবাসীর।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কুমারখালীর সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল কুমারখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা হৃদয় হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন,মাত্র ১৫ বছরের এক কিশোর ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। হত্যাকারীদের ছাড় দেওয়া হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”

বক্তারা আরও বলেন, হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা না হলে কুমারখালীর মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান— যেন খুব দ্রুত সময়ে হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে চার্জশিট প্রদান করা হয় এবং আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বলেন, হৃদয় গরিব ঘরের ছেলে। প্রতিদিন ভ্যান চালিয়ে সংসার চালাতো। এমন একজন পরিশ্রমী ছেলেকে হত্যার মাধ্যমে গোটা সমাজকে কলঙ্কিত করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।

এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কুমারখালীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সাধারণ মানুষ আশা করছে, এই হত্যার দ্রুত বিচার হলে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।