ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য হত্যা করা হয় ব্যবসায়ী রুবেলকে

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া একটি মিষ্টির দোকানে কাজ করতেন, একপর্যায়ে তার কাজ না থাকায় সে হতাশাগ্রস্ত হয়ে মৌলভীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ছিনতাইয়ের সিদ্ধান্ত নেয়।তবে একাধিক দোকানে জনসমাগম বেশি থাকায় সে ছিনতাই করার সাহস পায়নি। পরবর্তীতে গত ৭ আগস্ট মৌলভীবাজারের শমসেরনগর রোডের সদাইপাতি নামের ওই প্রতিষ্ঠানে ব্যবসায়ী রুবেল কে একা পেয়ে সে ছিনতাইয়ের পরিকল্পনা করে।

সে তার দোকানে রঙ কেনার কথা বলে ঢুকে, একপর্যায় ব্যবসায়ী রুবেল তার দোকানের ভিতরের দিকে প্রবেশ করলে ঘাতক জুয়েল তাকে ছুরিকাঘাত করে। এ সময় রুবেল চেচামেচি করলে তাকে বেশ কয়েকটি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে জুয়েল। পরবর্তীতে রুবেলের ক্যাশ খুলে সেখানে থাকা ১১০০ টাকা সে নিয়ে পালিয়ে যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি’-সারজিস আলম

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য হত্যা করা হয় ব্যবসায়ী রুবেলকে

আপডেট সময় ০৮:১৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া একটি মিষ্টির দোকানে কাজ করতেন, একপর্যায়ে তার কাজ না থাকায় সে হতাশাগ্রস্ত হয়ে মৌলভীবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ছিনতাইয়ের সিদ্ধান্ত নেয়।তবে একাধিক দোকানে জনসমাগম বেশি থাকায় সে ছিনতাই করার সাহস পায়নি। পরবর্তীতে গত ৭ আগস্ট মৌলভীবাজারের শমসেরনগর রোডের সদাইপাতি নামের ওই প্রতিষ্ঠানে ব্যবসায়ী রুবেল কে একা পেয়ে সে ছিনতাইয়ের পরিকল্পনা করে।

সে তার দোকানে রঙ কেনার কথা বলে ঢুকে, একপর্যায় ব্যবসায়ী রুবেল তার দোকানের ভিতরের দিকে প্রবেশ করলে ঘাতক জুয়েল তাকে ছুরিকাঘাত করে। এ সময় রুবেল চেচামেচি করলে তাকে বেশ কয়েকটি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে জুয়েল। পরবর্তীতে রুবেলের ক্যাশ খুলে সেখানে থাকা ১১০০ টাকা সে নিয়ে পালিয়ে যায়।