রাশিয়ার সঙ্গে দ্রুত যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘জেলেনস্কি চাইলে এখন যুদ্ধের অবসান ঘটাতে পারেন।’ সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রুশ-অধিকৃত ক্রিমিয়া ফেরত পাওয়া কিংবা ন্যাটোতে ইউক্রেনের যোগ দেওয়ার সুযোগ কোনো আলোচনার টেবিলে থাকবে না। কিছু বিষয় কখনো পরিবর্তন হয় না।
তবে জেলেনস্কি পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, ‘অতীতে মস্কোকে ছাড় দেওয়ার কারণেই ভ্লাদিমির পুতিন আরও আক্রমণাত্মক হয়েছেন।’ তিনি জোর দিয়ে বলেন, ‘শান্তি অবশ্যই দীর্ঘস্থায়ী হতে হবে। ক্রিমিয়া তখন দেওয়া উচিত ছিল না, যেমন ২০২২ সালে কিয়েভ, ওডেসা বা খারকিভও আমরা ছাড় দিইনি।’ ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার কোনো সম্ভাবনা নাকচ করেছেন জেলেনস্কি।
এদিকে সোমবার ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে আলোচনায় যোগ দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারসহ ন্যাটো মহাসচিব মার্ক রুটে ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপস্থিত থাকার কথা রয়েছে।
এরইমধ্যে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের মুখে দুর্বলতা দেখালে ভবিষ্যতে আরও সংঘাতের ঝুঁকি তৈরি হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি এখনো অনেক দূরে। কিছু অগ্রগতি হয়েছে ঠিকই, তবে বড় ধরনের মতবিরোধ এখনো রয়ে গেছে।