ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : নুরুল ইসলাম সাদ্দাম Logo ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির লাইভ শেষে সাংবাদিকের মৃত্যু Logo দুপুরের মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট, চাপ নেই ভোটারের Logo আপনি পদত্যাগ করলে আমার কী, নারী সহকারী প্রক্টরকে তানভির বারী হামিম Logo আপনি পদত্যাগ করলে আমার কী, নারী সহকারী প্রক্টরকে হামিম Logo সাদিক-ফরহাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আবিদুলের Logo ছাত্রদলের ব্যালট নম্বরে স্টাফ ক্রস দিয়েছেন, অভিযোগ সাদিক কায়েমের Logo আবিদকে জড়িয়ে ধরে বিজ্ঞান অনুষদের ডিন: ‘সব খবর ভালো’ Logo ছাত্রদলকে শুভকামনা জানিয়ে ফেসবুক পোস্ট ওসি মোজাফ্ফরের! Logo এবার ভোট কারচুপির অভিযোগ জিএস প্রার্থী বাকের মজুমদারের

শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা

সাতক্ষীরা সদর উপজেলার বলী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান বলেন, এক ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর অভিযোগ এনে শফিকুর রহমানকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী তার অফিসকক্ষে মারধর করেন। এরপর ১০–১২ জন শিক্ষককে টেনে বের করে বেধড়ক মারধর করে এবং বাজারে ঘোরান। একপর্যায়ে তাকে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসে শফিকুর রহমানকে উদ্ধার করে বিদ্যালয়ে ফিরিয়ে আনে। ঘটনায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত হন এবং পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

শিক্ষক শফিকুর রহমানের থানায় দায়ের করা অভিযোগেও একই ঘটনা উল্লেখ করা হয়েছে। অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার জানায়, রোববার সকালে বিদ্যালয়ে শিক্ষকের সঙ্গে স্থানীয় কয়েকজনের ধাক্কাধাক্কি হয়েছে। পরে সাতক্ষীরা সদরের নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনেছেন। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।

বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জান বলেন, শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শনিবার নতুনভাবে অভিযোগ পাওয়ায় তিনি ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গেলে উত্তেজিত জনতা শিক্ষককে টেনে বের করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সক্ষম হননি বলে রাশেদুজ্জামান দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, শিক্ষক শফিকুর রহমান একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, তিনি দুই পক্ষকে ডেকে বিষয়টি শুনেছেন এবং শিক্ষক শফিকুর রহমানকে মামলা করার পরামর্শ দিয়েছেন। শিক্ষকের কোনো অপরাধ প্রমাণিত হলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে ছাত্রদল : নুরুল ইসলাম সাদ্দাম

শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:২১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

সাতক্ষীরা সদর উপজেলার বলী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানোর ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে ওই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান বলেন, এক ছাত্রীকে আলাদাভাবে পড়ানোর অভিযোগ এনে শফিকুর রহমানকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী তার অফিসকক্ষে মারধর করেন। এরপর ১০–১২ জন শিক্ষককে টেনে বের করে বেধড়ক মারধর করে এবং বাজারে ঘোরান। একপর্যায়ে তাকে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। পরে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসে শফিকুর রহমানকে উদ্ধার করে বিদ্যালয়ে ফিরিয়ে আনে। ঘটনায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত হন এবং পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

শিক্ষক শফিকুর রহমানের থানায় দায়ের করা অভিযোগেও একই ঘটনা উল্লেখ করা হয়েছে। অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, ইউপি বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার বিষয়ে বলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার জানায়, রোববার সকালে বিদ্যালয়ে শিক্ষকের সঙ্গে স্থানীয় কয়েকজনের ধাক্কাধাক্কি হয়েছে। পরে সাতক্ষীরা সদরের নির্বাহী কর্মকর্তা বিষয়টি শুনেছেন। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।

বলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জান বলেন, শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শনিবার নতুনভাবে অভিযোগ পাওয়ায় তিনি ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে গেলে উত্তেজিত জনতা শিক্ষককে টেনে বের করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সক্ষম হননি বলে রাশেদুজ্জামান দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, শিক্ষক শফিকুর রহমান একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ জানান, তিনি দুই পক্ষকে ডেকে বিষয়টি শুনেছেন এবং শিক্ষক শফিকুর রহমানকে মামলা করার পরামর্শ দিয়েছেন। শিক্ষকের কোনো অপরাধ প্রমাণিত হলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।