বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলামের পর এবার প্রকাশ্যে এসেছেন সংগঠনটির দপ্তর সম্পাদক। দপ্তর সম্পাদক হিসেবে নাম এসেছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. জাকারিয়া ইসলামের।
গত ফেব্রুয়ারি মাসে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে প্রথম প্রকাশ্যে আসেন ববি শাখা শিবিরের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। এবার তিনি রবিবার (১৭ আগস্ট) বিকালে তার এক ফেসবুক পোস্টে দপ্তর সম্পাদকের নাম উল্লেখ করেন। ওই পোস্টে বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামি ছাত্রশিবির ঘোষিত আগামী ৩১ আগস্টের একটি বই পাঠ প্রতিযোগিতার জন্য যেকোনো প্রয়োজনে দপ্তর সম্পাদক মো. জাকারিয়া ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও এর আগেও ছাত্রশিবিরের বিভিন্ন কর্মসূচিতে জাকারিয়া ইসলামকে দেখা গেছে।
সভাপতির নাম প্রকাশ্যে আসার পরও দীর্ঘদিন ধরে কমিটির অন্য কোনো পদাধিকারীর নাম প্রকাশ্যে না আসায় শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহের তৈরি হয়েছিল। এবার দপ্তর সম্পাদকের নাম সামনে আসায় সে আগ্রহ কিছুটা হলেও কমেছে বলে দাবি শিক্ষার্থীদের।
দপ্তর সম্পাদক মো. জাকারিয়া ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো হলো জ্ঞানচর্চার জায়গা, সে হিসাবে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা প্রস্তুত। আমাদের কখনো যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, সেগুলো ধরিয়ে দিলে শুধরে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।”
পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ আসতে পারে জানতে চাইলে শাখা সভাপতি আমিনুল ইসলাম বলেন, “সময়ের পরিক্রমায় প্রয়োজন অনুসারে পূর্ণাঙ্গ কমিটি সামনে আসবে। এটা ডিপ্লোমেটিক্যালি শীঘ্রই বলা যেতে পারে।”