সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) প্রকাশনা সামগ্রী তৈরীর মাধ্যমে ২০২৪ সালের নববর্ষের প্রকাশনার মোড়ক উন্মোচন সম্পন্ন করেছে। যাতে রয়েছে ক্যালেন্ডার, ডায়েরি,দেয়ালিকা, কলম, স্টিকার, চাবির রিং সহ আকর্ষণীয় প্রকাশনা সামগ্রী।
সসাসের সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের নির্বাহী পরিচালক মো. ইস্রাফিল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও বাচিক শিল্পী শরীফ বায়েজিদ মাহমুদ, সসাসের সাবেক নির্বাহী পরিচালক এইচএম মুজাহিদুল ইসলাম, সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান, আবৃত্তিকার আহসান হাবিব খান, শিল্পী মিরাদুল মুনিম, শিল্পী আতিক তাশরিফ। আরো উপস্থিত ছিলেন সসাসের সদস্যবৃন্দ।
অতিথিবৃন্দ সসাসের প্রকাশনা সামগ্রী নিয়ে বক্তব্যে বলেন- এবছরের প্রকাশনায় ইসলামের সৌন্দর্যকে খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিশেষ করে ক্যালেন্ডার, ডায়েরি, দেয়ালিকা গুলো মানুষের মাঝে নতুন ভোরের স্বপ্ন দেখাতে সহায়ক হবে এবং অন্যান্য প্রকাশনা সামগ্রীর মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।
সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে সসাস তার সাংস্কৃতিক সংগঠন গুলোর মাধ্যমে নববর্ষের প্রকাশনা সামগ্রী সারাদেশে সকল স্তরে দ্রুততম সময়ের মধ্যে পৌছে দিবে অতিথিবৃন্দ সেই প্রত্যাশা ব্যক্ত করেন।