ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া Logo দুর্যোগের পরই উঠে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রশ্ন, কিন্তু উত্তর আসে না Logo গাজাবাসীর প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের Logo ঢাকায় ঢাকাউস-এর আয়োজনে কাউনিয়াবাসীর মিলনমেলা Logo ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’ Logo নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস Logo ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান: আমীর খসরু Logo এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, খেলার সময়সূচি জানুন Logo গাজায় শিশুদের অনাহারে হত্যা করা হচ্ছে

রংপুর-৩ আসনের মনোনয়নপত্র নিলেন জি এম কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র নেন দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন।

দুপুরে আজমল হোসেনের নেতৃত্বে জাপার কয়েকজন নেতা-কর্মী রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। তাঁরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলমের কাছ থেকে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর গণমাধ্যমকর্মীদের আজমল হোসেন বলেন, আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

মনোনয়নপত্র বিতরণের বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে তাঁর দলের নেতা আজমল হোসেন মনোনয়নপত্র কিনেছেন। এ ছাড়া এই আসনে দুজন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র কিনেছেন। তাঁদের মধ্যে একজন হলেন আনোয়ারা ইসলাম ওরফে রানী (হিজড়া) এবং এ টি এম রাকিবুল বাশার।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

রংপুর-৩ আসনের মনোনয়নপত্র নিলেন জি এম কাদের

আপডেট সময় ০৬:৩৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র নিলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র নেন দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন।

দুপুরে আজমল হোসেনের নেতৃত্বে জাপার কয়েকজন নেতা-কর্মী রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। তাঁরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলমের কাছ থেকে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর গণমাধ্যমকর্মীদের আজমল হোসেন বলেন, আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে এই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

মনোনয়নপত্র বিতরণের বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে তাঁর দলের নেতা আজমল হোসেন মনোনয়নপত্র কিনেছেন। এ ছাড়া এই আসনে দুজন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র কিনেছেন। তাঁদের মধ্যে একজন হলেন আনোয়ারা ইসলাম ওরফে রানী (হিজড়া) এবং এ টি এম রাকিবুল বাশার।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।