ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo এবার শাপলা প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে Logo ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি Logo শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত Logo স্বর্নের দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম

কুষ্টিয়ার কুমারখালীতে দুই সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

কুষ্টিয়ার কুমারখালীর প্রত্যন্ত গ্রাম সদরপুরে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ কার্যক্রমে দুই সহস্রাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ পান।

এসএসসি ব্যাচ ৯৫ এর উদ্যোগে এবং এশিউর গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।

বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে খুশি হয়ে একজন রোগী বলেন, “আমরা এতদিন গ্রামের দূরে কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পাইনি। আজ এখানে এসে চিকিৎসা নিতে পেরে আমরা খুবই উপকৃত।”
অন্য আরেকজন জানান, “বিনামূল্যে ওষুধ পেয়ে আমাদের খরচ বেঁচে গেছে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রামের মানুষ আরও উপকৃত হবে।”

চিকিৎসকরা জানান, গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন। এমন উদ্যোগে অংশ নিতে পেরে তারা আনন্দিত।
স্বেচ্ছাসেবকরাও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে আয়োজন করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ সাদী বলেন,
“আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। কুমারখালীসহ কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা আয়োজক, চিকিৎসক ও সহযোগীদের ধন্যবাদ জানান।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প

কুষ্টিয়ার কুমারখালীতে দুই সহস্রাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ

আপডেট সময় ০৬:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীর প্রত্যন্ত গ্রাম সদরপুরে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এ কার্যক্রমে দুই সহস্রাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ পান।

এসএসসি ব্যাচ ৯৫ এর উদ্যোগে এবং এশিউর গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।

বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে খুশি হয়ে একজন রোগী বলেন, “আমরা এতদিন গ্রামের দূরে কোথাও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পাইনি। আজ এখানে এসে চিকিৎসা নিতে পেরে আমরা খুবই উপকৃত।”
অন্য আরেকজন জানান, “বিনামূল্যে ওষুধ পেয়ে আমাদের খরচ বেঁচে গেছে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে গ্রামের মানুষ আরও উপকৃত হবে।”

চিকিৎসকরা জানান, গ্রামের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন। এমন উদ্যোগে অংশ নিতে পেরে তারা আনন্দিত।
স্বেচ্ছাসেবকরাও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে আয়োজন করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ সাদী বলেন,
“আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। কুমারখালীসহ কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

এমন মানবিক উদ্যোগে স্থানীয়রা আয়োজক, চিকিৎসক ও সহযোগীদের ধন্যবাদ জানান।