বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রউফুল মুন্সিকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে , জেলা ছাত্রদল সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। রউফুল মুন্সি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রদলের কোনো নেতাকর্মীর সাথে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দিয়েছেন।
বহিষ্কার হওয়া রউফুল মুন্সি সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের রেজ্জাক মুন্সির ছেলে। তার বিরুদ্ধে জনৈক তরুনী ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়। জেলা ছাত্রদল এই বহিষ্কারাদেশ দেন বলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় ।