ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

খুলনায় কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখা থেকে ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

শুক্রবার(১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন শেষে ব্যাংকটি বন্ধ হয়ে যায়। রাতে পাহারাদার ছিলো না বলে স্থানীয়দের দাবি। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ব্যাংকের ভল্টে প্রায় ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল। যা লুট হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানায়, বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্রুত বাড়ছে যমুনার পানি, প্লাবিত নিম্নভূমি

রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

আপডেট সময় ১০:৪০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

খুলনায় কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখা থেকে ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

শুক্রবার(১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন শেষে ব্যাংকটি বন্ধ হয়ে যায়। রাতে পাহারাদার ছিলো না বলে স্থানীয়দের দাবি। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ব্যাংকের ভল্টে প্রায় ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল। যা লুট হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানায়, বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে। ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।