জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ষান্মাসিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ।
শুক্রবার (১৫ আগস্ট) শহরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার কবি মল্লিক অডিটোরিয়ামে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় সাইফুল্লাহ ফাহিম এর পরিচালনায় ও সহকারী পরিচালক ইমরান হোসেন সঞ্চালনায়, মো নোমান এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী পরিচালক জনাব জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর জনাব মুফতি আব্দুল হান্নান, স্বরূপ এর চেয়ারম্যান জনাব ওমর ফারুক, স্বরূপ এর সাবেক পরিচালক জনাব এসএম মাসুম বিল্লাহ, এড. আমিনুল হক ভুট্টু, সাবেক সহকারী পরিচালক আইয়ুব আলী মামুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় মেহমানবৃন্দ ইসলামী সংস্কৃতি বিকাশের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করেন এবং শিল্পী, অভিভাবক সহ প্রায় দেড়শ জন উপস্থিত হন।
বক্তব্য শেষে মেহমানবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিল্পীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।