গ্লোরিয়াস সিলেটের সহযোগী প্রতিষ্ঠান ‘রোড টু বার’-এর দ্বিতীয় শাখা সিলেট নগরীর তালতলাস্থ সুরমা টাওয়ারে উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সুরমা টাওয়ারের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক আবুল হাসনাত।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হতে এই প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে। এই শাখায় অনলাইন ক্লাসের পাশাপাশি সরাসরি ক্লাসও পরিচালিত হবে।
প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালের বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্যের কারণে শিক্ষার্থীদের আগ্রহের কারণে রোড টু বারের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হলো। ২০২৪ সাল থেকে সিলেট নগরীর আম্বরখানার জালালাবাদ আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির প্রথম শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নতুন-পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আলাপচারিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় তাদের সাফল্যের মূলে ছিল রোড টু বার ও অধ্যাপক আবেদীনের আন্তরিক প্রচেষ্টা। কেবল অধ্যাপক বা আইনজীবী হিসেবে নন, তিনি একজন মেন্টর হিসেবে শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন। ক্লাস শেষেও শিক্ষকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরামর্শ সাফল্যের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করে।