রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে দলিত সম্প্রদায়ের ২ জন নিহত হওয়ার ঘটনায় ২ এসআইসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ক্লোজড করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
বুধবার রাত ৯ টায় তাদের বিরুদ্ধে আদেশ দেয় জেলা পুলিশ। তারা হলেন তারাগঞ্জ থানার এসআই আবু জোবায়ের, পুলিশ লাইন্সের এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল আরিকুদ আখতার জামান, বিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।
এ বিষয়ে রংপুর পুলিশ সুপার আবু সাইম বলেন, ঘটনার সময় তারাগঞ্জ থানা এবং পুলিশ লাইন্সের দুটি টিম সেখানে প্রথমে যায়। কিন্তু উত্তেজিত জনতা অধিক পরিমাণ হওয়ায় তারা সেখানে পরিস্থিতি সামাল দিতে পারে নি। এ বিষয়ে তাদের দায়িত্বে কোন অবহেলা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে ২ জন এসআই ও ৬ জন কনেস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে সি সার্কেল সহকারি পুলিশ সুপার আসিফা আফরোজ আদুরীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। তারা তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার রাতে অজ্ঞান পার্টি সন্দেহে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলী এলাকায় ভ্যানসহ দুইজনকে আটকের পরে তাদের কাছ থেকে পাওয়া চোলাই মদ ও বিভিন্ন ওষুধ পান স্থাণীয়রা। পরে চোলাই মদের ক্যান খুললে গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শতশত মানুষ সেখানে উপস্থিত হন। গণপিটুনিতে গুরুতর আহত হয় তারা। পুলিশ এসে তাদের উদ্ধার করে তারাগঞ্জ হাসপাতালে নেয়। সেখানে আহত কাকা শ্বশুর রুপলাল রবিদাসকে (৪০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোববার (১০ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভাতিজি জামাই প্রদীপ লাল (৪৫)।
এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা। তারা জড়িতদের গ্রেপ্তার ও যথাযথ শাস্তি দাবি করেন। যাতে কেউ আর আইন হাতে তুলে নিতে না পারেন।
এ ঘটনায় রুপলালের স্ত্রী মালতি রানী ওরফে ভারতী রানী অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে ঘটনাস্থলের আশপাশের কয়েকগ্রামের বাড়িগুলো থেকে পুলিশ সদস্যরা গা ঢাকা দিয়েছেন।
রুপলাল দাস তারাগঞ্জ বাজারে ও প্রদীপ কুমার মিঠাপুকুরের গোপালপুর বাজরে জুতা সেলাই এর কাজ করতেন।
পুলিশ বলছে, ২৮ জুলাই ওই এলাকায় একটি ভ্যান চুরি হয়ে যায়। সেখানে ১২ বছরের এক শিশুকে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে ওই এলাকাবাসি ক্ষুব্ধ। তাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।