ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের সংবর্ধনা আনুষ্ঠান Logo কুষ্টিয়ায় স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় শিক্ষক র‍্যাবের হাতে আটক Logo চটজলদি প্রেসিডেন্টের ছবি নামান,মধ্যরাতে মিশনে মিশনে ঢাকার ফোন Logo ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তার স্ত্রী তিশা Logo গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে Logo দেশের প্রথম ভ্যাকসিন ও অ্যান্টিভেনম উৎপাদন প্লান্ট হচ্ছে মুন্সিগঞ্জে Logo ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস Logo কক্সবাজারে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ Logo গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে ৬১ হাজার ৮৯৭ Logo আসন দিয়ে আমাদের কেনা যাবে না-হাসনাত

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে উমর গুল ও সাঈদ আজমল

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে উমর গুল ও সাঈদ আজমল

বিশ্বকাপ ব্যর্থতার পর সব কিছু ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে তালিকায় এবার নতুন সংযোজন পেস বোলিং ও স্পিন বোলিং কোচ। এই দুই পদে দেশটির সাবেক পেসার উমর গুল ও স্পিনার সাঈদ আজমলকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুজন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন।

দুজনের কাজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। যেখানে অস্ট্রেলিয়ায় ৩ টেস্ট ও নিউজিল্যান্ডে ৫ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
উমর গুল এর আগে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন। তাঁর অভিজ্ঞতা আছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে কাজ করার।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন আফগানিস্তানের সঙ্গেও। পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর গুল। যেখানে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি। জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে গুল বলেন, ‘চেয়ারম্যান জাকা আশরাফের ম্যানেজমেন্ট কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তাতে আমি খুব আনন্দিত।

সম্মানিত বোধ করছি পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে। আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তানের বোলিং বিভাগের উন্নতির চেষ্টা করব।’
অন্যদিকে আজমল পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-টোয়েন্টি ম্যাচ। সব মিলিয়ে তাঁর শিকার ৪৪৭ উইকেট। পিএসএলে ইসলামাবাদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজমল।

সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়ে সত্যি সম্মানিত এবং কৃতজ্ঞ। পাকিস্তান জাতীয় দলের স্পিন বোলিংয়ের উন্নতিতে অবদান রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, আমার ক্যারিয়ার এবং কোচিংয়ের অভিজ্ঞতা দলের স্পিন বোলিং আক্রমণকে আরো সমৃদ্ধ করতে সহায়তা করবে।

জনপ্রিয় সংবাদ

পাবনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের সংবর্ধনা আনুষ্ঠান

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে উমর গুল ও সাঈদ আজমল

আপডেট সময় ০২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

বিশ্বকাপ ব্যর্থতার পর সব কিছু ঢেলে সাজাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে তালিকায় এবার নতুন সংযোজন পেস বোলিং ও স্পিন বোলিং কোচ। এই দুই পদে দেশটির সাবেক পেসার উমর গুল ও স্পিনার সাঈদ আজমলকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুজন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপ জয়ী দলের সদস্য ছিলেন।

দুজনের কাজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। যেখানে অস্ট্রেলিয়ায় ৩ টেস্ট ও নিউজিল্যান্ডে ৫ টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
উমর গুল এর আগে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন। তাঁর অভিজ্ঞতা আছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ হিসেবে কাজ করার।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন আফগানিস্তানের সঙ্গেও। পাকিস্তানের হয়ে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর গুল। যেখানে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি। জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পেরে গুল বলেন, ‘চেয়ারম্যান জাকা আশরাফের ম্যানেজমেন্ট কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তাতে আমি খুব আনন্দিত।

সম্মানিত বোধ করছি পাকিস্তান ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়ে। আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাকিস্তানের বোলিং বিভাগের উন্নতির চেষ্টা করব।’
অন্যদিকে আজমল পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-টোয়েন্টি ম্যাচ। সব মিলিয়ে তাঁর শিকার ৪৪৭ উইকেট। পিএসএলে ইসলামাবাদের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন আজমল।

সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়ে সত্যি সম্মানিত এবং কৃতজ্ঞ। পাকিস্তান জাতীয় দলের স্পিন বোলিংয়ের উন্নতিতে অবদান রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, আমার ক্যারিয়ার এবং কোচিংয়ের অভিজ্ঞতা দলের স্পিন বোলিং আক্রমণকে আরো সমৃদ্ধ করতে সহায়তা করবে।