ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা Logo ‘শাহজালাল বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে’ Logo বিলুপ্তির পথ থেকে জৌলুস ফিরে পাচ্ছে ৩শ বছর পুরনো জামালপুরে ঔতিহ্যবাহী শুটকির বাজার Logo জুলাই যোদ্ধাদের অবরোধ কর্মসূচি আজ

পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যজনকভাবে বিষ মিশ্রিত পানি পান করে পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী ও সাবিনা, তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা।

জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে সাবিনার ব্যাগে থাকা পানির বোতল থেকে সে পানি পান করে। পানি থেকে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পর বিষয়টি অন্যদের জানায়। এরপর ওই পানি থেকে আরও চারজন ছাত্রী পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, ওই চার শিক্ষার্থীর ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ পাওয়া গেছে।

স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, মনিরা ও সাবিনা হঠাৎ ক্লাসরুমে এসে জানান, পানির বোতল এবং খাবারের মধ্যে বিষের গন্ধ পাচ্ছেন। পরে আমরা ক্লাসে গিয়ে পানির বোতল ও খাবারে বিষ মেশানো থাকার সত্যতা পাই। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডিউটি ডাক্তার আল-আমিন বলেন, পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আসলে তাদের ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হবে।

এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিষপানে আক্রান্ত শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর উদ্বিগ্ন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তারা চান ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।

জনপ্রিয় সংবাদ

রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয়

পাথরঘাটায় রহস্যজনক বিষপান: ৫ স্কুলছাত্রী অসুস্থ

আপডেট সময় ০৫:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রহস্যজনকভাবে বিষ মিশ্রিত পানি পান করে পাঁচজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন— আরিসা, তাসমিম, মনিরা, জান্নতী ও সাবিনা, তারা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা।

জানা যায়, সকাল ৮টায় কোচিং শেষে ক্লাস শুরুর আগে সাবিনার ব্যাগে থাকা পানির বোতল থেকে সে পানি পান করে। পানি থেকে অস্বাভাবিক গন্ধ পাওয়ার পর বিষয়টি অন্যদের জানায়। এরপর ওই পানি থেকে আরও চারজন ছাত্রী পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে দেখা যায়, ওই চার শিক্ষার্থীর ব্যাগে থাকা পানি ও খাবার থেকেও বিষের গন্ধ পাওয়া গেছে।

স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, মনিরা ও সাবিনা হঠাৎ ক্লাসরুমে এসে জানান, পানির বোতল এবং খাবারের মধ্যে বিষের গন্ধ পাচ্ছেন। পরে আমরা ক্লাসে গিয়ে পানির বোতল ও খাবারে বিষ মেশানো থাকার সত্যতা পাই। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। শিক্ষা কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে এসে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডিউটি ডাক্তার আল-আমিন বলেন, পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে আসলে তাদের ওয়াশ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হবে।

এই ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিষপানে আক্রান্ত শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর উদ্বিগ্ন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তারা চান ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।