ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া Logo দুর্যোগের পরই উঠে আসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রশ্ন, কিন্তু উত্তর আসে না Logo গাজাবাসীর প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের Logo ঢাকায় ঢাকাউস-এর আয়োজনে কাউনিয়াবাসীর মিলনমেলা Logo ফেসবুকে প্রেমের পর বিয়ে, দেড় মাস সংসার করে বুঝলেন নববধূ ‘পুরুষ’ Logo নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস Logo ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান: আমীর খসরু Logo এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, খেলার সময়সূচি জানুন Logo গাজায় শিশুদের অনাহারে হত্যা করা হচ্ছে

মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এক বিবৃতিতে জানান, রাজধানীতে তাঁর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে সকাল আটটার দিকে ককটেল দুটি ছোড়া হয়েছে। একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল ছোড়ে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। আরেকটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের একটি সংবাদ পাওয়া গেছে। বিষয়টি খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা খোঁজ নিচ্ছেন।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও ককটেল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে শামসুদ্দিনের দিদারের পাঠানো বিবৃতিতে জানানো হয়।

ওই বিবৃতিতে মির্জা আব্বাসের বাসার নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, ককটেল ছোড়ার পরে মির্জা আব্বাসের বাসার নিরাপত্তাকর্মীরা যান। তবে মোটরসাইকেলটি চলে যায়। নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে গিয়ে পুলিশের পোশাক পরা ৬ থেকে ৮ জনকে নিয়ে তিন থেকে চারটি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন। নিরাপত্তাকর্মীরা মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটরসাইকেলটিকে নিয়ে যায়।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় করা মামলায় ৩১ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা আব্বাস। তিনি কারাগারে রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ

আপডেট সময় ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এক বিবৃতিতে জানান, রাজধানীতে তাঁর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে সকাল আটটার দিকে ককটেল দুটি ছোড়া হয়েছে। একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল ছোড়ে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। আরেকটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল বিস্ফোরণের একটি সংবাদ পাওয়া গেছে। বিষয়টি খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা খোঁজ নিচ্ছেন।

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও ককটেল ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে শামসুদ্দিনের দিদারের পাঠানো বিবৃতিতে জানানো হয়।

ওই বিবৃতিতে মির্জা আব্বাসের বাসার নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, ককটেল ছোড়ার পরে মির্জা আব্বাসের বাসার নিরাপত্তাকর্মীরা যান। তবে মোটরসাইকেলটি চলে যায়। নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে গিয়ে পুলিশের পোশাক পরা ৬ থেকে ৮ জনকে নিয়ে তিন থেকে চারটি মোটরসাইকেল অবস্থান করতে দেখেন। নিরাপত্তাকর্মীরা মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে ককটেল নিক্ষেপকারী আরোহীসহ মোটরসাইকেলটিকে নিয়ে যায়।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় করা মামলায় ৩১ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা আব্বাস। তিনি কারাগারে রয়েছেন।