গাজীপুরের দৈনিক পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে নওগাঁর মান্দায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় মান্দা উপজেলা চৌরাস্তার মোড়ে মান্দা মিডিয়া সেন্টার এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টার এর উপদেষ্টা জনাব মোঃ আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টার এর সভাপতি জনাব অধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম এবং সহ-সভাপতি খন্দকার মুহাঃ আব্দুর রহিম। এছাড়া উপস্থিত ছিলেন— মান্দা মিডিয়া সেন্টার এর সাধারণ সম্পাদক , সাংবাদিক মোঃ মাহবুবুজ্জামান সেতু। মান্দা মিডিয়া সেন্টার এর যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান। মান্দা মিডিয়া সেন্টার এর সদস্য সোহেল রানা। মান্দা মিডিয়া সেন্টার এর প্রচার সম্পাদক, আল আমিন হোসাইন, মান্দা মিডিয়া সেন্টার এর অর্থ সম্পাদক ,জনাব আব্দুল মতিন এছাড়াও উপস্থিত ছিলেন মান্দা মিডিয়া সেন্টার এর সহযোগী সংগঠনের বিভিন্ন সদস্য ও মান্দা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকবৃন্দ, স্থানীয় তৌহিদী জনতা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করে সংবাদমাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে নানা স্লোগানযুক্ত প্ল্যাকার্ড ও ব্যানার ধারণ করে দাঁড়ান এবং “সাংবাদিক হত্যার বিচার চাই”, “সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত কর” ইত্যাদি শ্লোগান দেন। এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নেরও দাবি তোলেন। এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি প্রায় এক ঘণ্টাব্যাপী চলে এবং এতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।