ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ  Logo বৈষম্যহীন সমাজ নির্মাণের আহ্বানে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ-মিছিল Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা

আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর মাসব্যাপী এই কার্যক্রম রোববার (১০ আগস্ট) থেকে চালু হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

টিসিবি জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর পাশাপাশি এবার কার্ডবিহীন সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।

ঢাকা মহানগরে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) মোট ৩০ দিন পণ্য বিক্রি করবে টিসিবি। এছাড়া চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লায় তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালীতে পাঁচটি ও বাগেরহাটে পাঁচটি ট্রাক থাকবে। এসব মহানগরী ও জেলায় আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৯ দিন (শুক্রবার ছাড়া) বিক্রি চলবে।

প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা ও এক কেজি চিনি ৮০ টাকা কিনতে পারবেন। সব মিলিয়ে তিনটি পণ্যের জন্য একজন গ্রাহকের খরচ হবে ২৬৫ টাকা।

টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ জন ক্রেতার জন্য পণ্য রাখা হবে। এর পাশাপাশি সারাদেশে স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে নিয়মিত বিক্রি চলবে। এখন পর্যন্ত প্রায় ৬৫ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে সক্রিয় রয়েছে ৫৪ লাখ কার্ড। টিসিবি মোট এক কোটি পরিবারের কাছে স্মার্ট কার্ড সরবরাহের পরিকল্পনা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ 

আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

আপডেট সময় ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

আজ থেকে নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর মাসব্যাপী এই কার্যক্রম রোববার (১০ আগস্ট) থেকে চালু হবে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

টিসিবি জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর পাশাপাশি এবার কার্ডবিহীন সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।

ঢাকা মহানগরে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) মোট ৩০ দিন পণ্য বিক্রি করবে টিসিবি। এছাড়া চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লায় তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালীতে পাঁচটি ও বাগেরহাটে পাঁচটি ট্রাক থাকবে। এসব মহানগরী ও জেলায় আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৯ দিন (শুক্রবার ছাড়া) বিক্রি চলবে।

প্রতিটি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা ও এক কেজি চিনি ৮০ টাকা কিনতে পারবেন। সব মিলিয়ে তিনটি পণ্যের জন্য একজন গ্রাহকের খরচ হবে ২৬৫ টাকা।

টিসিবির তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ জন ক্রেতার জন্য পণ্য রাখা হবে। এর পাশাপাশি সারাদেশে স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে নিয়মিত বিক্রি চলবে। এখন পর্যন্ত প্রায় ৬৫ লাখ পরিবারের কাছে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, যার মধ্যে সক্রিয় রয়েছে ৫৪ লাখ কার্ড। টিসিবি মোট এক কোটি পরিবারের কাছে স্মার্ট কার্ড সরবরাহের পরিকল্পনা করেছে।