জুলাই আন্দোলনের অগ্রযাত্রা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ সভায় আগামীর কর্মপরিকল্পনা ও করণীয় নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জুলাই মঞ্চ লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক বেলায়েত পাটোয়ারী। মুখ্যপাত্র হিসেবে উপস্থিত ছিলেন বেল্লাল হোসেন হৃদয় এবং যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। এছাড়াও জেলা কমিটির অন্যান্য সদস্য ও জুলাই আন্দোলন লক্ষ্মীপুরের আহত প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আহত প্রতিনিধিদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন