ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছিলো : মির্জা ফখরুল Logo এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে Logo ডাকসুর ভোটার হলে কেমন প্রার্থীকে ভোট দিতেন, জানালেন ড. গালিব Logo ‘আবিদ ছোট মানুষ, ও বুঝতে পারেনি’ :শিশির মনির Logo গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির: জাপা মহাসচিব Logo জবি শিক্ষকসহ বায়তুশ শরফ স্বর্ণপদক পাচ্ছেন দুই সম্পাদক Logo দেশজুড়ে মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে: তারেক রহমান  Logo অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেত্রী আলিজাহ শাহ Logo “সুদানে ভয়াবহ ভূমিধসে ১০০০ মানুষের প্রাণহানি, পুরো গ্রাম নিশ্চিহ্ন” Logo পুতিন-শি জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকে ‘লজ্জাজনক’ বলছে যুক্তরাষ্ট্র

সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা

সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতের এ মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফের আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে বলেন, সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির নির্মম প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের এক ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় ইউএমএফ, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।

বিবৃতির শেষে ইউএমএফ-এর আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, “আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। সাংবাদিক তুহিনের পরিবারের ন্যায়বিচারের দাবিতে ইউনাইটেড মিডিয়া ফোরাম সর্বাত্মকভাবে পাশে থাকবে।” সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাবিউল আজিজের পাঠানো এক নিন্দা ও প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছিলো : মির্জা ফখরুল

সাংবাদিক তুহিন হত্যায় ইউনাইটেড মিডিয়া ফোরামের শোক ও নিন্দা

আপডেট সময় ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাতের এ মর্মান্তিক ঘটনার বিষয়ে ইউএমএফের আহ্বায়ক আনজাম খালেক ও সদস্য সচিব মোস্তফা কামাল এক যৌথ বিবৃতিতে বলেন, সিসিটিভি ফুটেজ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এক যুবককে কোপানোর ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

নেতৃবৃন্দ বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং আইনশৃঙ্খলার চরম অবনতির নির্মম প্রমাণ। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণহীনতা ও দাপটের এক ন্যাক্কারজনক উদাহরণ। চব্বিশ-পরবর্তী নতুন বাংলাদেশে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী ও খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, দেশজুড়ে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানায় ইউএমএফ, যাতে নিহত সাংবাদিক তুহিনের আত্মা ন্যায়বিচার পায়।

বিবৃতির শেষে ইউএমএফ-এর আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, “আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। সাংবাদিক তুহিনের পরিবারের ন্যায়বিচারের দাবিতে ইউনাইটেড মিডিয়া ফোরাম সর্বাত্মকভাবে পাশে থাকবে।” সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাবিউল আজিজের পাঠানো এক নিন্দা ও প্রতিবাদ লিপিতে এসব তথ্য জানানো হয়।