বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহ সুলতান কলেজ শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান। এতে ৩০০ জন ছাত্র – ছাত্রী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদকঃ আজিজুর রহমান আজাদ, তিনি বলেন, “শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠা। শিবির সেই পথেই কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “নবীনরা জাতির ভবিষ্যৎ, তাদের মধ্যে দেশপ্রেম, ঈমানদারিত্ব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সভাপতিত্ব করেন শাখা সভাপতি আসাদ খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুয়াজ আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া শহর সভাপতি হাবিবুল্লাহ খন্দকার তিনি বলেন, সদ্য ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের শিবিরের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং তাদের মাঝে নৈতিক ও আদর্শিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
নবীনদের হাতে ফুল, বই ও দিকনির্দেশনামূলক পুস্তিকা তুলে দেওয়া হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।