ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবিতে সুবিপ্রবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

গতকাল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি নিহত হন। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ সুবিপ্রবি ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌথভাবে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানান—তাদের দাবি গুলো হলো

অবিলম্বে ঘাতক বাসের ড্রাইভারকে গ্রেফতার করতে হবে

নিহত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে

নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে

তারা বলেন, “এটি কেবল দুর্ঘটনা নয়, বরং প্রশাসনের অবহেলা ও দুর্নীতির ফল। অনেক ক্ষেত্রেই দেখা যায়, লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট টাকা দিয়ে প্রদান করা হয়, যার ফলে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলছে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যানারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল এইচ. এস. চৌধুরী, সিএসই বিভাগের জাকারিয়া নাঈম, এবং রসায়ন বিভাগের এস. এম. রাহাত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবিতে সুবিপ্রবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

গতকাল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি নিহত হন। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ সুবিপ্রবি ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌথভাবে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানান—তাদের দাবি গুলো হলো

অবিলম্বে ঘাতক বাসের ড্রাইভারকে গ্রেফতার করতে হবে

নিহত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে

নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে

তারা বলেন, “এটি কেবল দুর্ঘটনা নয়, বরং প্রশাসনের অবহেলা ও দুর্নীতির ফল। অনেক ক্ষেত্রেই দেখা যায়, লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট টাকা দিয়ে প্রদান করা হয়, যার ফলে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলছে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যানারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল এইচ. এস. চৌধুরী, সিএসই বিভাগের জাকারিয়া নাঈম, এবং রসায়ন বিভাগের এস. এম. রাহাত।