ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ Logo ছুরিকাঘাতে নিহত জবি শিক্ষার্থী জোবায়েদের জানাজা সম্পন্ন Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডে যাদের মিল তারাও ফ্যাসিস্ট: শিবির সভাপতি Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবিতে সুবিপ্রবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

গতকাল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি নিহত হন। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ সুবিপ্রবি ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌথভাবে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানান—তাদের দাবি গুলো হলো

অবিলম্বে ঘাতক বাসের ড্রাইভারকে গ্রেফতার করতে হবে

নিহত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে

নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে

তারা বলেন, “এটি কেবল দুর্ঘটনা নয়, বরং প্রশাসনের অবহেলা ও দুর্নীতির ফল। অনেক ক্ষেত্রেই দেখা যায়, লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট টাকা দিয়ে প্রদান করা হয়, যার ফলে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলছে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যানারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল এইচ. এস. চৌধুরী, সিএসই বিভাগের জাকারিয়া নাঈম, এবং রসায়ন বিভাগের এস. এম. রাহাত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বিচারের দাবিতে সুবিপ্রবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

গতকাল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি নিহত হন। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ সুবিপ্রবি ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌথভাবে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানান—তাদের দাবি গুলো হলো

অবিলম্বে ঘাতক বাসের ড্রাইভারকে গ্রেফতার করতে হবে

নিহত শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে

নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে

তারা বলেন, “এটি কেবল দুর্ঘটনা নয়, বরং প্রশাসনের অবহেলা ও দুর্নীতির ফল। অনেক ক্ষেত্রেই দেখা যায়, লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট টাকা দিয়ে প্রদান করা হয়, যার ফলে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে চলছে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যানারে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তাঁরা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল এইচ. এস. চৌধুরী, সিএসই বিভাগের জাকারিয়া নাঈম, এবং রসায়ন বিভাগের এস. এম. রাহাত।