ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই Logo অবশেষে নিউজিল্যান্ড দলে ফিরেছেন কেন উইলিয়ামসন Logo আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে বৈঠকে ইসি Logo নাহিদের কাছ থেকে বিভ্রান্তিকর বক্তব্য জাতি আশা করে না: জামায়াত Logo জামায়াতের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই: রুমিন ফারহানা Logo জোবায়েদকে পছন্দ করতেন ছাত্রী, প্রেমিক জেনে যাওয়ায় খুন Logo ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ Logo শান্তিচুক্তিকে উপেক্ষা করে ফের গাজায় ইসরায়েলের বিমান হামলা Logo ফরিদগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ Logo গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ভাঙচুর

শ্রীপুরে স্ত্রীকে হত্যা,মাদক কারবারি স্বামীর বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারের প্রতিবাদ করায় স্ত্রীকে গোপনাঙ্গে রড ঢুকিয়ে এবং শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে তার স্বামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

বুধবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্য পাড়া মৃধাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সুইটি আক্তার নিশি (২১)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানা নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে। তার স্বামী মাদক কারবারি নুরুল ইসলাম (৩৫)। উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্য পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের প্রতিবাদ করায় রাতে সুইটি আক্তার নিশির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম স্ত্রী সুইটির গোপানাঙ্গে রড ঢুকিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী সকালে অভিযুক্ত মাদক কারবারি ঘাতক নুরুল ইসলামের বাড়ি পুড়িয়ে দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন মিয়া বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি মাদকাসক্ত ও চিহ্নিত মাদক কারবারি নুরুল ইসলামের বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, নুরুল ইসলাম এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

শ্রীপুর থানার মুহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নুর ইসলামের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

ঢাকাভয়েস ২৪/সোভান

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে পুলিশকে ছুরি মেরে মানিব্যাগ-ফোন ছিনতাই

শ্রীপুরে স্ত্রীকে হত্যা,মাদক কারবারি স্বামীর বাড়ি পুড়িয়ে দিল গ্রামবাসী

আপডেট সময় ০৩:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারের প্রতিবাদ করায় স্ত্রীকে গোপনাঙ্গে রড ঢুকিয়ে এবং শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে তার স্বামীর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

বুধবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্য পাড়া মৃধাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সুইটি আক্তার নিশি (২১)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানা নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে। তার স্বামী মাদক কারবারি নুরুল ইসলাম (৩৫)। উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্য পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারের প্রতিবাদ করায় রাতে সুইটি আক্তার নিশির সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম স্ত্রী সুইটির গোপানাঙ্গে রড ঢুকিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে বিক্ষুব্ধ গ্রামবাসী সকালে অভিযুক্ত মাদক কারবারি ঘাতক নুরুল ইসলামের বাড়ি পুড়িয়ে দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন মিয়া বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি মাদকাসক্ত ও চিহ্নিত মাদক কারবারি নুরুল ইসলামের বাড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়।

তিনি জানান, নুরুল ইসলাম এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

শ্রীপুর থানার মুহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নুর ইসলামের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

ঢাকাভয়েস ২৪/সোভান