সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ দুপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম স্নেহা চক্রবর্তী। তিনি আজই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি শেষ করে সুনামগঞ্জে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সিলেটগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ ঘটনাস্থলে যান। বর্তমানে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।