ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩ জন Logo আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ,এক নারী সদস্য আটক Logo জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি Logo দূর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান Logo “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে নাট্যতরীর ‘মূকনাটক: জুলাই’ ও সেমিনার অনুষ্ঠিত Logo জমকালো আয়োজনে জবিতে সমাপ্ত হলো জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ Logo জকসু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়সারা উত্তর,প্রতিকী প্রতিবাদ শিক্ষার্থীদে Logo ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতির অঙ্গীকার সিইসির Logo জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান Logo বামপন্থিদের মব সন্ত্রাস ও অসংলগ্ন স্লোগানের প্রতিবাদ জানাল ছাত্রশিবির

জকসু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়সারা উত্তর,প্রতিকী প্রতিবাদ শিক্ষার্থীদে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন, দ্বিতীয় ক্যাম্পাস এবং পুরান ঢাকায় দুইটি হলের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনের দায়সারা উত্তরের প্রতিকী প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে একটি চেয়ারে ‘প্রশাসন’ লিখে এ প্রতিবাদ জানান তারা।

এসময় প্লাকার্ডে ছাত্র সংসদ কবে হবে? দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কবে শুরু হবে? পুরান ঢাকায় দুইটি হলের কাজ কবে হবে? সম্পূরক বৃত্তি কবে হবে? এসব প্রশ্নের উত্তরে ওই চেয়ারে “আলহামদুলিল্লাহ” ; “চিঠি পাঠিয়েছি” ; “বের হয়ে যাও” ; “হচ্ছে, চলছে, চলমান” ; “৮টা টু ৮টা” লিখে প্রতিকী প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষার্থীদের সুদীর্ঘ আন্দোলনের ফসল দ্বিতীয় ক্যাম্পাস এবং দুটি হল হাবিবুর রহমান ও বাণী ভবনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রশাসনের দায়সারা উত্তরের প্রতিবাদেই এমন উদ্যোগ শিক্ষার্থীদের। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির নীতিমালা নিয়েও জবি প্রশাসনের হেয়ালিপনার প্রতিবাদ জানান তারা।

এ বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলমান নীরবতা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার প্রতিফলন। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, যেমন সম্পূরক বৃত্তি প্রদান ও জকসু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা, জবি শিক্ষার্থীরা, আজ প্রতীকী জবাবদিহিতা কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এই নীরবতা চলতে দেওয়া হবে না। প্রশাসন যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। বিশ্ববিদ্যালয় কারো দয়ায় নয় শিক্ষার্থীদের অধিকারে চলবে।”

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, “এই জবাবদিহিতা কোনো আনুষ্ঠানিকতা নয়; এটা অথর্ব, মেরুদণ্ডহীন প্রশাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। গণঅভ্যুত্থানের পর আমরা যাদের আশা করে ক্ষমতায় নিয়ে আসার জন্য গেইট লক কর্মসূচি পালন করলাম, তারা আজ শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে উদাসীন। আবাসন, ভাতা, ছাত্র সংসদ, সবখানেই ব্যর্থতা! যমুনার সামনে রক্ত দিয়ে যাদের জাগাতে চেয়েছি, তারা এখন ইউজিসি থেকে আমাদের প্রাপ্য বৃত্তিও আনতে অক্ষম। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে কাজ, দুটি হলের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমাদের আজকের এই প্রতিকী জবাবদিহিতা তাদের ব্যর্থতা ও গাফিলতির নগ্ন মুখোশ খুলে দিতেই!

এর আগে, জকসু নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে প্রশ্ন করা হলে দুই সাংবাদিকের ওপর চড়াও হন তিনি। জকসু নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন, বলেন তিনি।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এ ছাত্র সংসদ (জকসু) বিষয়ে কোনো বিধান না থাকায় বিগত ২০ বছরে তা গঠনের কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। গত ২ জানুয়ারি ৯৯তম সিন্ডিকেট সভায় জকসু গঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠিত হয়। পরে গত ৭ মে ১০০তম বিশেষ সিন্ডিকেট সভায় শিক্ষার্থী ও সদস্যদের মতামতের ভিত্তিতে আরও একটি উচ্চতর কমিটি গঠন করা হয়। গত ১২ মে ও ১৫ মে যথাক্রমে শিক্ষার্থী ও সিন্ডিকেট সদস্যদের মতামত আহ্বান করা হয়। প্রাপ্ত মতামতের ভিত্তিতে উচ্চতর কমিটি এখন গঠনতন্ত্রকে আইন আকারে প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩ জন

জকসু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়সারা উত্তর,প্রতিকী প্রতিবাদ শিক্ষার্থীদে

আপডেট সময় ০৮:০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন, দ্বিতীয় ক্যাম্পাস এবং পুরান ঢাকায় দুইটি হলের কাজের অগ্রগতি নিয়ে প্রশাসনের দায়সারা উত্তরের প্রতিকী প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে একটি চেয়ারে ‘প্রশাসন’ লিখে এ প্রতিবাদ জানান তারা।

এসময় প্লাকার্ডে ছাত্র সংসদ কবে হবে? দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কবে শুরু হবে? পুরান ঢাকায় দুইটি হলের কাজ কবে হবে? সম্পূরক বৃত্তি কবে হবে? এসব প্রশ্নের উত্তরে ওই চেয়ারে “আলহামদুলিল্লাহ” ; “চিঠি পাঠিয়েছি” ; “বের হয়ে যাও” ; “হচ্ছে, চলছে, চলমান” ; “৮টা টু ৮টা” লিখে প্রতিকী প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।

জানা যায়, শিক্ষার্থীদের সুদীর্ঘ আন্দোলনের ফসল দ্বিতীয় ক্যাম্পাস এবং দুটি হল হাবিবুর রহমান ও বাণী ভবনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রশাসনের দায়সারা উত্তরের প্রতিবাদেই এমন উদ্যোগ শিক্ষার্থীদের। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির নীতিমালা নিয়েও জবি প্রশাসনের হেয়ালিপনার প্রতিবাদ জানান তারা।

এ বিষয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের চলমান নীরবতা শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলার প্রতিফলন। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, যেমন সম্পূরক বৃত্তি প্রদান ও জকসু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা, জবি শিক্ষার্থীরা, আজ প্রতীকী জবাবদিহিতা কর্মসূচির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, এই নীরবতা চলতে দেওয়া হবে না। প্রশাসন যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো। বিশ্ববিদ্যালয় কারো দয়ায় নয় শিক্ষার্থীদের অধিকারে চলবে।”

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, “এই জবাবদিহিতা কোনো আনুষ্ঠানিকতা নয়; এটা অথর্ব, মেরুদণ্ডহীন প্রশাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। গণঅভ্যুত্থানের পর আমরা যাদের আশা করে ক্ষমতায় নিয়ে আসার জন্য গেইট লক কর্মসূচি পালন করলাম, তারা আজ শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিয়ে উদাসীন। আবাসন, ভাতা, ছাত্র সংসদ, সবখানেই ব্যর্থতা! যমুনার সামনে রক্ত দিয়ে যাদের জাগাতে চেয়েছি, তারা এখন ইউজিসি থেকে আমাদের প্রাপ্য বৃত্তিও আনতে অক্ষম। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে কাজ, দুটি হলের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমাদের আজকের এই প্রতিকী জবাবদিহিতা তাদের ব্যর্থতা ও গাফিলতির নগ্ন মুখোশ খুলে দিতেই!

এর আগে, জকসু নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে প্রশ্ন করা হলে দুই সাংবাদিকের ওপর চড়াও হন তিনি। জকসু নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন, বলেন তিনি।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এ ছাত্র সংসদ (জকসু) বিষয়ে কোনো বিধান না থাকায় বিগত ২০ বছরে তা গঠনের কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। গত ২ জানুয়ারি ৯৯তম সিন্ডিকেট সভায় জকসু গঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠিত হয়। পরে গত ৭ মে ১০০তম বিশেষ সিন্ডিকেট সভায় শিক্ষার্থী ও সদস্যদের মতামতের ভিত্তিতে আরও একটি উচ্চতর কমিটি গঠন করা হয়। গত ১২ মে ও ১৫ মে যথাক্রমে শিক্ষার্থী ও সিন্ডিকেট সদস্যদের মতামত আহ্বান করা হয়। প্রাপ্ত মতামতের ভিত্তিতে উচ্চতর কমিটি এখন গঠনতন্ত্রকে আইন আকারে প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে।