জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “জুলাই” বিষয়ক আলোচনা সভা এবং আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শেখ আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন,“এই বিপ্লবের পর কী মোড় ঘুরেছে, নাকি শুধু গাড়িটাই ঘুরপাক খাচ্ছে? আমরা ৪৭ ও ৭১—দুইবার স্বাধীন হয়েছি, কিন্তু মোড় না ঘোরার কারণে আমাদের আবারও ’২৪ দেখতে হয়েছে।”
তিনি আরও বলেন, “তোমরা নিজের জন্য যা ভালো মনে কর, তা অন্যের জন্যও করো। সব সময় নিজেকে জানার চেষ্টা করো এবং নিজেকে মোটিভেট করার চেষ্টা করো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুনুর রশিদ এবং অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ।
এছাড়াও বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন:পদার্থবিজ্ঞান বিভাগের তাকবিল এইচ. এস. চৌধুরী,রসায়ন বিভাগের সোহান,গণিত বিভাগের তাইমুম,CSE বিভাগের প্রিয়ন্তী ইসলাম।
অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় পদার্থবিজ্ঞান বিভাগ এবং রানার্স-আপ হয় গণিত বিভাগ।
এদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম বাসও উদ্বোধন করা হয়, যা শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।