রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন রুয়ার (RUAA) নির্বাচনে সরাসরি ভোটে নওগাঁ জেলার একমাত্র বিজয়ী কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অধ্যাপক মোঃ মহিউদ্দীন। এ উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে নওগাঁ উন্নয়ন ফোরাম।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নওগাঁ মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আবু সাদাত মুহম্মদ সায়েম, সহ-সভাপতি মাওলানা মোনায়েম হোসেন রাজু, সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দীন আলমগীর, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুর রহিম, এক্সিকিউটিভ মেম্বার এমদাদ হোসেন, আহসান হাবীব, এ্যাডভোকেট আনোয়ার হোসেন রানা, শাহেদুর রহমান প্রমুখ।
নওগাঁ উন্নয়ন ফোরাম দীর্ঘদিন ধরে জেলার মানুষের কল্যাণে ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মহিউদ্দীনের নেতৃত্বে নওগাঁর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।