ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা সঙ্গে পাহাড়ি ঢলে কাদামাটি যোগ হওয়ায় পানির স্রোত ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। এ স্রোতে ভেসে গেছে পুরো একটি গ্রাম। খবর এনডিটিভির।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। তাদের মধ্যে ৯ ভারতীয় সেনা।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিলে ক্লাউডব্রাস্ট ঘটে। এরপর সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়। মুহূর্তে পানি এসে একটি গ্রাম ডুবিয়ে দেয়। সেখানে থাকা সেনাক্যাম্পের ৯ সেনাকেও ভাসিয়ে নিয়ে যায়।ক্লাউডব্রাস্টের শিকার ধারাইল গ্রামটিতে অনেক হোটেল, রেস্তোরাঁ রয়েছে।
স্থানীয়রা জানায়, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় ক্লাউডব্রাস্টের ঘটনা ঘটায় আকস্মিক বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। পানি স্রোত এতই তীব্র ছিল যে, সামনে যা ছিল তার সবই ভাসিয়ে নিয়ে যায়।
যখন ক্লাউডব্রাস্ট আঘাত হানে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়। ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে প্রায় এ ধরনের ঘটনা ঘটে।
ঘটনার ১০ মিনিটের মধ্যেই সেনাবাহিনী ১৫০ জন কর্মীকে দুর্যোগস্থলে পাঠায়। উদ্ধারকারী দলগুলো তাৎক্ষণিকভাবে আটকে পড়া গ্রামবাসীদের সরিয়ে নেওয়া এবং জরুরি সহায়তা প্রদান শুরু করে।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।