ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত

ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত

গণ-অভ্যুত্থানের স্মরণীয় মুহূর্ত “ফতহে গণভবন”-এর বর্ষপূর্তি উপলক্ষে আজ ৩৬ জুলাই (৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

“জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেল ৬টায় র‍্যালিটি শহরের কৃষি ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থী, স্থানীয় ছাত্র সমাজ ও শিবিরের বিভিন্ন থানার নেতাকর্মীরা। অংশগ্রহণে মুখর ছিল গোটা শহর।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। তিনি বলেন,“জুলাইয়ের বিপ্লবী চেতনা ও স্পিরিট যে স্বৈরাচার পতনের ইতিহাস রচনা করেছিল, আজ সেই চেতনাকে ধারণ করে ছাত্রসমাজকে দেশে নতুন করে গজিয়ে ওঠা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ, আমরা পারব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি আল-আমিন ইসলাম। তিনি বলেন, “ছাত্রসমাজ যদি জুলাই বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে আসে, তবে নব উদ্যমে একটি সোনালি বাংলাদেশ গড়া সম্ভব।”

র‍্যালিটি শহরের সচেতন নাগরিক ও ছাত্রসমাজের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে, যা প্রমাণ করে—জুলাই চেতনা এখনো তরুণদের অন্তরে জ্বলজ্বল করছে।

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরের সড়কে ককটেল ফাটিয়ে গণডাকাতি

ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

গণ-অভ্যুত্থানের স্মরণীয় মুহূর্ত “ফতহে গণভবন”-এর বর্ষপূর্তি উপলক্ষে আজ ৩৬ জুলাই (৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

“জুলাই জাগরণ, নবউদ্যমে বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকেল ৬টায় র‍্যালিটি শহরের কৃষি ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করেন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থী, স্থানীয় ছাত্র সমাজ ও শিবিরের বিভিন্ন থানার নেতাকর্মীরা। অংশগ্রহণে মুখর ছিল গোটা শহর।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। তিনি বলেন,“জুলাইয়ের বিপ্লবী চেতনা ও স্পিরিট যে স্বৈরাচার পতনের ইতিহাস রচনা করেছিল, আজ সেই চেতনাকে ধারণ করে ছাত্রসমাজকে দেশে নতুন করে গজিয়ে ওঠা সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ, আমরা পারব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি আল-আমিন ইসলাম। তিনি বলেন, “ছাত্রসমাজ যদি জুলাই বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে আসে, তবে নব উদ্যমে একটি সোনালি বাংলাদেশ গড়া সম্ভব।”

র‍্যালিটি শহরের সচেতন নাগরিক ও ছাত্রসমাজের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে, যা প্রমাণ করে—জুলাই চেতনা এখনো তরুণদের অন্তরে জ্বলজ্বল করছে।