ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির Logo সিভাসুতে বিচারহীনতার প্রতিবাদে মুখে লাল কাপড় পেঁচিয়ে অবস্থান কর্মসূচি Logo ‘প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে’ Logo ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন প্রত্যয় Logo ফতহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবিরের র‍্যালি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু Logo এদেশের মানুষ চাঁদাবাজদের সাথে আর জোট দেখতে চায় না-অধ্যক্ষ মোস্তফা কামাল Logo আগামীর শাসকদের হাসিনার পরিণতি মনে রাখতে হবে: আসিফ মাহমুদ Logo ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সিইসিকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা Logo বিএনপির আয়োজনে ৫ আগস্ট বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’অনুষ্ঠান চলছে

জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব শ্রেণি-পেশার মানুষ।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালার সূচনা হয়। যদিও এটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল, কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী পরিবেশনায় সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেন রচিত ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি, যা উপস্থিত দর্শকদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে উঠবেন দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ডদল ও একক শিল্পীরা। দর্শকদের জন্য থাকবে ধর্মীয় বিরতি, ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনাও।

রাত ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। আয়োজকেরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক। তারা আরও জানান, এ উৎসবে যেকোনো শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। তরুণ-তরুণী, পরিবার, প্রবীণ সবাই মেতে উঠেছেন ইতিহাস, সংস্কৃতি আর দেশাত্মবোধের আবহে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টিএসসিতে শিবিরের এই আয়োজনের দায় ভিসি ও প্রক্টর এড়াতে পারে না: নাছির

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই পুনর্জাগরণ’অনুষ্ঠান চলছে

আপডেট সময় ০৩:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

জুলাই শহীদদের স্মরণে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সব শ্রেণি-পেশার মানুষ।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালার সূচনা হয়। যদিও এটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল, কিছুটা দেরিতে অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী পরিবেশনায় সাইমুম শিল্পীরা পরিবেশন করেন ওস্তাদ তোফাজ্জেল হোসেন রচিত ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি, যা উপস্থিত দর্শকদের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পুরো দিনব্যাপী এই আয়োজনে পর্যায়ক্রমে মঞ্চে উঠবেন দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ডদল ও একক শিল্পীরা। দর্শকদের জন্য থাকবে ধর্মীয় বিরতি, ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং ড্রোননির্ভর বিশেষ নাট্য উপস্থাপনাও।

রাত ৮টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। আয়োজকেরা জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক। তারা আরও জানান, এ উৎসবে যেকোনো শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। তরুণ-তরুণী, পরিবার, প্রবীণ সবাই মেতে উঠেছেন ইতিহাস, সংস্কৃতি আর দেশাত্মবোধের আবহে।