জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ বর্ষপূর্তি আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আমন্ত্রণ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জবির ইকরামুল হক সাজিদের মা’ কে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করনে।
বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০:৩০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে জুলাই গণ-অভ্যুত্থান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এ জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করবেন শহীদ ইকরামুল হক সাজিদের মাতা মোছাঃ নাজমা খাতুন লিপি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় জুলাই বিপ্লবের ১ম বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
এছাড়াও বিজ্ঞপ্তিত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাগণকে জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ বর্ষপূর্তির অনুষ্ঠানে গুরুত্ব সহকারে অংশগ্রহণের জন্য বিশেষ আহবান জানান হয়।
উল্লেখ্য সকাল ১০ টায় জুলাই গণ অভ্যুত্থান – ২০২৪ উপলক্ষে স্থির চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড রেজাউল করিম।