ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য Logo চাকসু নির্বাচন: ২৫০ সিসি ক্যামেরায় পর্যবেক্ষন হচ্ছে ভোটের পরিস্থিতি Logo চাকসু: আঙুলের অমোচনীয় কালি উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদল-শিবিরের Logo চাকসু নির্বাচনে শিবির প্যানেলকে জরিমানার খবরটি সঠিক নয়: নির্বাচন কমিশনার Logo পর্যায়ক্রমে ৩ স্তরে গণনা হবে চাকসু নির্বাচনের ভোট Logo চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন Logo মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে।” তবে ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন, তা এখনো পরিষ্কার নয়।

সোমবার (৪ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

অনেকেই মনে করছেন, একজন দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য করা উচিত হয়নি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষক সাইদুর রহমান মাহফুজ আলমের স্ট্যাটাসের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে।’ উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এমন ভীতিকর বার্তা ছড়ানো কতটা যুক্তিযুক্ত, তা জাতিই বিবেচনা করবে। হঠাৎ করে এমন অনুভূতির কারণ কী? আপনারাই তো সরকারে, কোনো অঘটন ঘটলে সেটি তো আপনাদেরই ব্যর্থতা হিসেবে দেখা যাবে। যাই হোক, স্ট্যাটাসটি আবার মুছে ফেলবেন না যেন!”

তিনি আরও লিখেছেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে সরকার পক্ষের ভেতর থেকেই বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এখন পর্যন্ত উপদেষ্টা মাহফুজ আলম বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম

আপডেট সময় ০৮:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে।” তবে ঠিক কোন প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন, তা এখনো পরিষ্কার নয়।

সোমবার (৪ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

অনেকেই মনে করছেন, একজন দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য করা উচিত হয়নি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষক সাইদুর রহমান মাহফুজ আলমের স্ট্যাটাসের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, “তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে।’ উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে এমন ভীতিকর বার্তা ছড়ানো কতটা যুক্তিযুক্ত, তা জাতিই বিবেচনা করবে। হঠাৎ করে এমন অনুভূতির কারণ কী? আপনারাই তো সরকারে, কোনো অঘটন ঘটলে সেটি তো আপনাদেরই ব্যর্থতা হিসেবে দেখা যাবে। যাই হোক, স্ট্যাটাসটি আবার মুছে ফেলবেন না যেন!”

তিনি আরও লিখেছেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে সরকার পক্ষের ভেতর থেকেই বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে এখন পর্যন্ত উপদেষ্টা মাহফুজ আলম বা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।