নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ড দূর্গানগরের শহিদ রায়হানের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল (৫ আগস্ট) সকাল ৮:০০টা থেকে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়ান্নই ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে শহিদ রায়হানের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করে আলোচনা করবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্রশিবির নেতৃবৃন্দ ও বিশিষ্ট বক্তারা।
দোয়া মাহফিলে শহিদ রায়হানসহ জুলাই অভ্যুত্থানে শহিদ সকলের রূহের মাগফিরাত কামনা করা হবে।
আয়োজক সংগঠন জানান, শহিদদের আত্মত্যাগ স্মরণ করে আগামী প্রজন্মকে সচেতন ও আদর্শবান করে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।