ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ

সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ

বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (৩ আগস্ট) দুপুর থেকে হবিগঞ্জ-সিলেট, মাধবপুর-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে এই অঘোষিত ধর্মঘট শুরু হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ধর্মঘটের কারণে দুপুর থেকেই হবিগঞ্জ টার্মিনালে গিয়ে যাত্রীরা বাস না পেয়ে ফিরে গেছেন। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন।

সরেজমিনে বিকেল ৫টার দিকে হবিগঞ্জ বাস টার্মিনালে দেখা যায়, বিভিন্ন স্থানে এলোমেলোভাবে বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাত্রীরা টার্মিনালে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে হতাশা নিয়ে ফিরে যান।

লাখাই থেকে শিশু সন্তানসহ হবিগঞ্জে আসা নুরুল মিয়া ও খাদিজা আক্তার দম্পতি বাস না পেয়ে ফিরে যান। ক্ষুব্ধ নুরুল মিয়া বলেন, ‍“আগে জানলে আসতাম না। এখন বাচ্চা নিয়ে বিপদে পড়লাম।”

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, “গত পরশু কণকপুরে আমাদের একটি বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী মারা যান। পুলিশ দুর্ঘটনায় জড়িত চালককে না পেয়ে আরেকটি বাসের চালক মান্না দেবকে গ্রেপ্তার করে। বিষয়টি জানানো সত্ত্বেও পুলিশ অতি উৎসাহী হয়ে নিরপরাধ চালককে ধরেছে।”

তিনি আরো বলেন, “এ ঘটনার প্রতিবাদে সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি আরো বলেন, “রবিবার সকাল ১১টা থেকে সিলেট টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। নিরপরাধ চালক মুক্তি না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

জনপ্রিয় সংবাদ

সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ

আপডেট সময় ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। রবিবার (৩ আগস্ট) দুপুর থেকে হবিগঞ্জ-সিলেট, মাধবপুর-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে এই অঘোষিত ধর্মঘট শুরু হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ধর্মঘটের কারণে দুপুর থেকেই হবিগঞ্জ টার্মিনালে গিয়ে যাত্রীরা বাস না পেয়ে ফিরে গেছেন। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হন।

সরেজমিনে বিকেল ৫টার দিকে হবিগঞ্জ বাস টার্মিনালে দেখা যায়, বিভিন্ন স্থানে এলোমেলোভাবে বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাত্রীরা টার্মিনালে এসে বাস চলাচল বন্ধের খবর পেয়ে হতাশা নিয়ে ফিরে যান।

লাখাই থেকে শিশু সন্তানসহ হবিগঞ্জে আসা নুরুল মিয়া ও খাদিজা আক্তার দম্পতি বাস না পেয়ে ফিরে যান। ক্ষুব্ধ নুরুল মিয়া বলেন, ‍“আগে জানলে আসতাম না। এখন বাচ্চা নিয়ে বিপদে পড়লাম।”

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, “গত পরশু কণকপুরে আমাদের একটি বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার যাত্রী মারা যান। পুলিশ দুর্ঘটনায় জড়িত চালককে না পেয়ে আরেকটি বাসের চালক মান্না দেবকে গ্রেপ্তার করে। বিষয়টি জানানো সত্ত্বেও পুলিশ অতি উৎসাহী হয়ে নিরপরাধ চালককে ধরেছে।”

তিনি আরো বলেন, “এ ঘটনার প্রতিবাদে সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।” তিনি আরো বলেন, “রবিবার সকাল ১১টা থেকে সিলেট টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। নিরপরাধ চালক মুক্তি না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”